Bangladesh Pratidin

ঢাকা, শুক্রবার, ২৪ ফেব্রুয়ারি, ২০১৭

প্রকাশ : শনিবার, ২৪ সেপ্টেম্বর, ২০১৬ ০০:০০ টা আপলোড : ২৪ সেপ্টেম্বর, ২০১৬ ০০:৩৬
ছোঁয়া যাবে ভিডিওর ছবি
শনিবারের সকাল ডেস্ক
ছোঁয়া যাবে ভিডিওর ছবি

সিনেমা দেখার সময় অনেকেরই মনে চায় পছন্দের তারকাকে যদি স্পর্শ করতে পারতাম! সম্প্রতি বিজ্ঞানীরা আবিষ্কার করেন এমনি এক প্রযুক্তি, যেখানে চাইলেই যে কোনো ভিডিওতে দেখা চরিত্র ও যে কোনো বস্তুকে স্পর্শ বা ছোঁয়া সম্ভব। নতুন প্রযুক্তির সাহায্যে এমনই অভিনব ভিডিও তৈরির প্রক্রিয়া আবিষ্কার করেছেন যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অব টেকনোলজির (এমআইটি) বিজ্ঞানীরা। প্রযুক্তির নাম দেন ইন্টারঅ্যাকটিভ ডায়নামিক ভিডিও বা (ITV)। বিজ্ঞানীরা জানান, শুধু স্মার্টফোন বা টাচ প্রযুক্তিতেই নয়, মজাদার এই ভিডিও উপভোগ করা যাবে কম্পিউটার স্ক্রিনেও। সে ক্ষেত্রে অবশ্য হাতের বদলে ব্যবহার করতে হবে মাউস। অদ্ভুত এ প্রযুক্তি সম্পর্কে জানান, কোনো রকস্টারের গিটার হাতে গান গাওয়ার ভিডিও দেখছেন, আইডিভি প্রযুক্তির মাধ্যমে চাইলে দর্শকও তার গিটারটি বাজাতে পারবেন। এর জন্য জুম করে গিটারটি সামনে নিয়ে আসতে হবে। অবশ্য এতে রকস্টারের গানের সুরে ব্যাঘাত ঘটবে কি না, তা জানাননি বিজ্ঞানীরা। ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অব টেকনোলজির গবেষকদের মতে, ‘ভাইব্রেশন বা কম্পনকে কাজে লাগিয়ে ব্যাপারটিকে সম্ভব করেছেন তারা। হাতের ছোঁয়া বা মাউসের ক্লিককে কম্পন হিসেবে গ্রহণ করে আইডিভি। তার পর রীতিমতো অঙ্ক কষে ঠিক করা হয় এই কম্পনে নির্দিষ্ট বস্তু বা ব্যক্তির প্রতিক্রিয়া কী হওয়া উচিত। সেই অনুযায়ীই দর্শক ভিডিওতে দেখতে পারবেন কম্পনের প্রভাব। ’ তাই চাইলেই এখন পছন্দের চরিত্র কিংবা বস্তুকে ছোঁয়া সম্ভব।

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত
এই পাতার আরো খবর
up-arrow