শনিবার, ৪ ফেব্রুয়ারি, ২০১৭ ০০:০০ টা
উদ্ভাবন

গাছের রোগ নির্ণয়ে অ্যাপ

গাছের রোগ নির্ণয়ে অ্যাপ

ছত্রাক রোগের কারণে একটি টমেটো গাছের পাতায় সাদা পাউডার ছড়িয়ে পড়ে। স্মার্টফোনের প্ল্যান্টিক্স অ্যাপ ব্যবহার করে ছবি তুলেই জানা যাবে আসলে কোন রোগে আক্রান্ত গাছটি। কি নিশ্চই অবাক হচ্ছেন। জার্মানির হ্যানোভারে এমন একটি অ্যাপই তৈরি করেছে একটি কোম্পানি পিট। এই অ্যাপ ছবি দেখেই গাছের রোগ এবং কি ধরনের পোকামাকড় আক্রমণ করেছে তা অনায়াসেই জানিয়ে দিবে। ইতিমধ্যে জার্মানিতে এই অ্যাপ বাজারে ছাড়া হয়েছে। এখন ভারত ও ব্রাজিলে পরীক্ষা করা হচ্ছে অ্যাপটি। এই অ্যাপ ৬০টিরও বেশি রোগ নির্ণয় করতে পারবে। ২০১৫ সালে শুরু হওয়ার পর অ্যাপটি ৫০ হাজার বারেরও বেশি ডাউনলোড করা হয়েছে। বর্তমানে ব্রাজিল ও ভারতে এই অ্যাপ ব্যবহারকারীর সংখ্যা এক হাজার। পিটের চিফ টেকনিক্যাল কর্মকর্তা রবার্ট স্ট্রে জানান, ভারত থেকে আমরা প্রায় দশ হাজার ছবি পেয়েছি। যেগুলো যাচাই করে মূল সমস্যা খুঁজে বের করেছি। আমরা এখান থেকে সব দেখতে পারি এবং ঠিক করি ভারতে কীভাবে কৃষি কাজে আরও সম্প্রসারণ করা যায়। অ্যাপটি ভালো কাজ করছে এবং ইতিমধ্যে ব্যবহারের উপযোগী বলেও জানিয়েছেন বিশেষজ্ঞরা। কারণ, কোনো গাছের সমস্যা আগে জানতে পারলে শস্যের ক্ষতি রোধ করা সম্ভব। কোম্পানিটি বর্তমানে ক্ষুদ্র পরিসরে অন্ধ্র প্রদেশের কৃষকদের নিয়ে কাজ করছে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর