শনিবার, ৪ মার্চ, ২০১৭ ০০:০০ টা

বিশ্বসেরা শিক্ষক

[শাহনাজ পারভীন]

বিশ্বসেরা শিক্ষক

নিজের পেশায় অনবদ্য ভূমিকা রাখার পাশাপাশি সমাজের সুবিধাবঞ্চিত পথশিশু ও প্রতিবন্ধী শিশুদের শিক্ষা অর্জনে অবদান রাখায় বিশ্বসেরা শিক্ষক-২০১৭ (গ্লোবাল টিচার প্রাইজ) পুরস্কারের জন্য মনোনীত হয়েছেন বগুড়ার শেরপুর উপজেলার শাহনাজ পারভীন। তিনি উপজেলা সদর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক হিসেবে কর্মরত এবং পৌরশহরের শান্তিনগরের শেরপুর শিশু কল্যাণ প্রাথমিক বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা। লন্ডনভিত্তিক ভারকি ফাউন্ডেশন বিশ্বের ১৭৯টি দেশ থেকে ২০ হাজার আবেদনকারীর মধ্য থেকে ৫০ জনের তালিকা করে। প্রথম বাংলাদেশি হিসেবে গ্লোবাল টিচার পুরস্কারের জন্য শিক্ষক শাহনাজ পারভীনকে মনোনীত করা হয়। তার সঙ্গে ৩৭টি দেশের একজন করে শিক্ষক-শিক্ষিকা রয়েছেন। সমাজে শিক্ষকের ভূমিকার ক্ষেত্রে বিশেষ অবদান রাখার স্বীকৃতি দিতেই সংস্থাটির পক্ষ থেকে তৃতীয়বারের মতো এই পুরস্কার দেওয়া হচ্ছে। চলতি বছরের ১৯ মার্চ দুবাইয়ে আনুষ্ঠানিকভাবে বিজয়ীদের নাম ঘোষণা করা হবে। একই সঙ্গে বিজয়ীদের দেওয়া হবে অর্থ পুরস্কার ১০ লাখ মার্কিন ডলার।  নিজের সাফল্যের পেছনের পরিশ্রমের কথা বলেছেন শাহনাজ পারভীন— ‘আমার ভিতরে সবসময়ই সবার সামনে দৃষ্টান্ত স্থাপন করার মনোবল ছিল। অনেক শিক্ষক প্রাইভেট ও কোচিংকে গুরুত্ব দিয়ে অর্থ উপার্জন করছেন। আমি সে পথে হাঁটিনি। এখনো টিনশেডে থাকি। আমার লক্ষ্য ছিল সমাজ ও দেশের জন্য কিছু করা। আমার চাওয়া আমার ছাত্ররা যেন জীবনে সফলতা অর্জন করার পাশাপাশি ভালো মানুষ হতে পারে। আমি প্রকৃতির আলো-বাতাস গ্রহণ করছি, বিনিময়ে কিছু ফিরিয়ে দেওয়া আমার কর্তব্য। আমি এই চেষ্টাতেই আমার সব কাজ করে থাকি।’

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর