শনিবার, ৪ মার্চ, ২০১৭ ০০:০০ টা

পায়ে হেঁটে দেশ পাড়ি

[জাহাঙ্গীর আলম শোভন]

পায়ে হেঁটে দেশ পাড়ি

‘দেখবো বাংলাদেশ, গড়বো বাংলাদেশ’— এ স্লোগান নিয়ে পায়ে হেঁটে দেশের এক প্রান্ত থেকে অপর প্রান্তে পৌঁছেছেন ই-কমার্স ও বিজনেস কনসালটেন্ট অনলাইন লেখক ও সমাজকর্মী জাহাঙ্গীর আলম শোভন। বাংলাদেশ পর্যটন করপোরেশনের সহযোগিতায় ২০১৬ সালের ১২ ফেব্রুয়ারি তেঁতুলিয়ার বাংলাবান্ধা জিরোপয়েন্ট থেকে যাত্রা শুরু করে ২৮ মার্চ দুপুরে বাংলাদেশের শেষ সীমান্ত টেকনাফ পৌঁছান তিনি। এ সময় গুরুত্বপূর্ণ ভ্রমণ স্থানগুলোর তথ্য ও ছবি সংগ্রহ করেন শোভন। চলার পথে তিনি বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে যান, শিক্ষক ও শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেন। দেশের হয়ে কাজ করার জন্য সবাইকে অনুপ্রাণিত করেন। শোভন বিশ্বাস করেন, ‘এই দেশটা আমাদের, আমরাই এই দেশকে গড়বো। আমরা যার যার অবস্থানে থেকে দেশের জন্য কিছু করবো’।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর