শনিবার, ৪ মার্চ, ২০১৭ ০০:০০ টা

সেরা আঁকিয়ে

[সামিয়া ফাগুন]

সেরা আঁকিয়ে

প্রত্যেক কংগ্রেসম্যানের এলাকা থেকে সেরা একজন বাছাই করে মোট ৪৩৫ জনের মধ্যে চিত্রকর্মের প্রতিযোগিতার আয়োজন করা হয়। এদের মধ্য থেকে সর্বশ্রেষ্ঠ ১০ জনের আঁকা চিত্র নির্বাচিত হয়। সব ছবি নিয়ে বিস্তারিত আলোকপাত করা হয় ওয়াশিংটন ডিসিতে ক্যাপিটাল ভিজিটর সেন্টারের কংগ্রেসনাল অডিটরিয়ামে। সেরা দশে বাংলাদেশি সামিয়া ফাগুনের চিত্রটিও স্থান পায়। জল রঙে আঁকা সামিয়ার ছবিটির নাম ‘মোমেন্টস অব লাইফ’ বা ‘জীবনের প্রতিচ্ছবি’। এই প্রতিযোগিতায় জয়ী হয় সামিয়া। সামিয়ার ছবিটি পুরো এক বছর থাকবে কংগ্রেসনাল টানেলের গ্যালারিতে। বাংলাদেশি-আমেরিকান হিসেবে সামিয়াই প্রথম এ দুর্লভ সম্মান অর্জন করলেন। সামিয়ার আঁকা ছবিতে স্থান পায় মার্কিন কংগ্রেস ভবন ‘ক্যাপিটাল হিল’র সবচেয়ে বেশি মানুষ চলাচলকারী টানেলটি। কুইন্সের এলমহার্স্টে থাকা নিউটাউন হাইস্কুলের দ্বাদশ গ্রেডের ছাত্রী সামিয়া ২০১৬ সালের এপ্রিলে এ প্রতিযোগিতায় অংশ নেন।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর