শনিবার, ৪ মার্চ, ২০১৭ ০০:০০ টা

শান্তি মিশনে অনুপ্রেরণীয়

[কর্নেল ডা. নাজমা বেগম]

শান্তি মিশনে অনুপ্রেরণীয়

বাংলাদেশ সেনাবাহিনীর ইতিহাসে প্রথমবারের মতো জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে একটি কনটিনজেন্টের নারী কমান্ডার কর্নেল ডা. নাজমা বেগম। ১৯৬৩ সালের ১ ফেব্রুয়ারি নীলফামারী জেলায় জন্মগ্রহণ করেন নাজমা বেগম। নাজমা বেগমের নামের সঙ্গে এমবিবিএস ছাড়াও যুক্ত এমপিএইচ (বিবিএসএম), সিসিইউ, সি-অল্ট্রি (ইউএসএ), ডিএমএইউডি, পিএইচডি (ইউএসএ) ডিগ্রি। জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে প্রথম নারী হিসেবে কনটিনজেন্ট কমান্ডার হওয়ার আগে তিনি বাংলাদেশ সেনাবাহিনীর ইতিহাসে প্রথম নারী অধিনায়ক হিসেবে ২১ ফিল্ড অ্যাম্বুল্যান্সের নেতৃত্ব দেন। অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর অব মেডিকেল সার্ভিসেস (এডিএমএস) হিসেবে ১১ পদাতিক ডিভিশনে (বগুড়া সেনানিবাস) কর্মরত ছিলেন। সেনাবাহিনীতে যোগ দেওয়ার আগে বাংলাদেশ বেতার ও বিটিভির তালিকাভুক্ত গীতিকার ছিলেন তিনি। কাজের জন্য পেয়েছেন জাতিসংঘের বিশেষ সম্মাননা।

সর্বশেষ খবর