শনিবার, ৪ মার্চ, ২০১৭ ০০:০০ টা

সাত শৃঙ্গজয়ী

[ওয়াসফিয়া নাজরীন]

সাত শৃঙ্গজয়ী

বাংলাদেশের এভারেস্ট জয়ী নারী ওয়াসফিয়া গত বছর সাত শৃঙ্গ জয় করেন। একে একে তিনি জয় করেন আফ্রিকার কিলিমানজারো, দক্ষিণ আমেরিকার আকোনকাগুয়া, অ্যান্টার্কটিকার ভিনসন ম্যাসিফ, ইউরোপের মাউন্ট এলব্রুস এবং উত্তর আমেরিকার ডেনালি চূড়া এবং কারস্তেনস পিরামিড জয়ের মধ্য দিয়ে ওয়াসফিয়ার সাত শৃঙ্গ জয় পূর্ণ হয়। বাংলাদেশের স্বাধীনতার ৪০ বছর উদযাপনের জন্য সর্বশেষ কারস্তান পিরামিড ক্যাম্পেইন এর শুরু করা বলে জানান ওয়াসফিয়া। তিনি বলেন, যা ‘৭১-এর চেতনাকে আরও পরিপূর্ণ করার একটি প্রয়াস এবং তাদের জন্য উৎসর্গ করছি যারা দেশের জন্য প্রাণ দিয়েছেন।’ ইন্দোনেশিয়ার পাপুয়া প্রোভিন্সে কারস্তেনস পর্বতমালায় ৪ হাজার ৮৮৪ মিটার উঁচু এই শৃঙ্গ জয়ের মাধ্যমে ওয়াসফিয়ার সাত শৃঙ্গ জয় সম্পন্ন হয়। এর আগে ২০১২ সালের ৯ জুন বাংলাদেশি নারী হিসেবে এভারেস্ট চূড়ায় উঠেন ওয়াসফিয়া নাজরীন। আগেই সাত শৃঙ্গ জয় করার ঘোষণা দিয়েছিলেন তিনি।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর