শনিবার, ৪ মার্চ, ২০১৭ ০০:০০ টা

আন্তর্জাতিক কিক বক্সিং

[রোখসানা বেগম]

আন্তর্জাতিক কিক বক্সিং

আন্তর্জাতিক কিক বক্সিংয়ের ৪৮-৫০ ক্যাটাগরিতে তৃতীয় হিসেবে ব্রোঞ্জ পেয়েছেন ব্রিটিশ বাঙালি তরুণী রোকসানা বেগম। প্রভাবশালী ১০০ ব্রিটিশ বাঙালির ‘পাওয়ার হান্ড্রেট’ তালিকায়ও রয়েছে তার নাম। ‘পূর্ব লন্ডনে আর পাঁচজন বাঙালি মেয়ের মতোই বেড়ে ওঠা রোখসানার। ঘরে থেকে হাতের কাজ ঠিকভাবে রপ্ত করবে এটাই ছিল পরিবারের প্রত্যাশা। ১৭ বা ১৮ বছর বয়সে বাড়তি কিছু শেখার ইচ্ছা ও আত্মরক্ষা, দুটোর জন্য মাথায় চাপে বক্সিংয়ের নেশা। বেথনাল গ্রিন এলাকার ‘কো জিম’ ব্যায়ামাগারে সাবেক বিশ্বচ্যাম্পিয়ন, খ্যাতনামা প্রশিক্ষক বিল জাডের কাছে ঐতিহ্যবাহী ম্যুয় থাই শেখার সুযোগ পান রোকসানা। তিনি পড়াশোনা করেছেন ওয়েস্ট মিনিস্টার বিশ্ববিদ্যালয়ে স্থাপত্যবিদ্যা বিষয়ে। ব্রিটেন জাতীয় দলের হয়ে ২০০৯ সালে ব্যাঙ্ককে অনুষ্ঠিত বিশ্ব কিক বক্সিং চ্যাম্পিয়নশিপে তৃতীয় স্থান ব্রোঞ্জ জয় করে রোকসানা আলোচনার কেন্দ্রবিন্দুতে আসেন।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর