শিরোনাম
শনিবার, ৪ মার্চ, ২০১৭ ০০:০০ টা

বাংলাদেশি বংশোদ্ভূতের বিশ্বজয়

[মার্গারিটা মামুন]

বাংলাদেশি বংশোদ্ভূতের বিশ্বজয়

রিও অলিম্পিকে এবারের আসরে রিদমিক জিমন্যাস্টিকসে সোনাজয়ী বাংলাদেশি বংশোদ্ভূত মার্গারিটা (রিতা) মামুন। এর আগে রিদমিক জিমন্যাস্টিকস-উইমেনস ইনডিভিজুয়াল অল-অ্যারাউন্ড ইভেন্টের হিটে প্রথম হয়ে উঠেছিলান ফাইনাল। মার্গারিটার বাবা আবদুল্লাহ আল মামুন, রাজশাহীর সন্তান। মেরিন ইঞ্জিনিয়ারিংয়ে মাস্টার্স ডিগ্রিধারী। মা আন্না রাশিয়ান। তারা সপরিবারে রাশিয়াতেই থাকেন। সাবেক রিদমিক জিমন্যাস্ট মায়ের হাত ধরে রিটার হাতেখড়ি। মার্গারিটা জুনিয়র লেভেলে কিছুদিন বাংলাদেশের হয়ে খেলেছেন। কিন্তু সিনিয়র লেভেলে তিনি অংশ নেন রাশিয়ার হয়ে। বর্তমানে বিশ্ব র‌্যাঙ্কিংয়েও এক নম্বরে আছেন মার্গারিটা। তবে বাবার দেশ অনুযায়ী রিতা বাংলাদেশের গর্ব বটে। বাবার হাত ধরে রিতা সর্বশেষ গ্রামে এসেছে প্রায় আট বছর আগে। রিদমিক জিমন্যাস্টিকসে বিশ্ব রেকর্ডও রয়েছে মার্গারিটার। ২০১৬ বাকু বিশ্বকাপে ৭৭.১৫০ পয়েন্ট পেয়ে বিশ্ব রেকর্ড গড়েছিলেন।

সর্বশেষ খবর