শনিবার, ৪ মার্চ, ২০১৭ ০০:০০ টা

বানিয়েছেন ব্রিটিশ রানীর জন্মদিনের কেক

[নাদিয়া হোসেইন]

বানিয়েছেন ব্রিটিশ রানীর জন্মদিনের কেক

ব্রিটিশ রানী দ্বিতীয় এলিজাবেথের জন্মদিনে কেক বানানো যে কোনো রন্ধনশিল্পীর জন্য অনেক সম্মানের। নাদিয়া হোসেইন বানিয়েছেন ব্রিটিশ রানীর জন্মদিনের কেক। রানীর ইচ্ছা ছিল ২০১৫ সালের বিবিসির গ্রেট ব্রিটিশ বেক অফ চ্যাম্পিয়ন বানাবেন তার ৯০তম জন্মদিনের কেক। এই অভিনব সুযোগ পেয়ে নাদিয়া সোনালি ও বেগুনি রং মিশিয়ে অরেঞ্জ ফ্লেভারের কেক বানান। বিলেতি রীতির বিয়ের কেক বানিয়ে ‘গ্রেট ব্রিটিশ বেক অফ’ প্রতিযোগিতার শিরোপাজয়ী নাদিয়া হোসেইন পান ভিন্নধর্মী সম্মান। বছরের সবচেয়ে প্রভাবশালী ব্রিটিশ বাংলাদেশির পদক জিতেছেন তিনি। যুক্তরাজ্যে বাংলাদেশি কমিউনিটির সাফল্য উদযাপনে মঙ্গলবার পঞ্চমবারের মতো ব্রিটিশ বাংলাদেশি পাওয়ার অ্যান্ড ইনস্পিরেশন (বিবিপিআই) তালিকা প্রকাশ করা হয়। প্রভাবশালী ১০০ জনের এই তালিকায় সবার উপরে ছিলেন নাদিয়া। লন্ডন সিটি হলে জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানে এই তালিকা প্রকাশ করা হয়। বাংলাদেশি কমিউনিটির শীর্ষস্থানীয় উদ্যোক্তা, সমাজকর্মী, রাজনীতিক, শিল্পী-সাহিত্যিক ও সাংবাদিকসহ বিভিন্ন ক্ষেত্রে খ্যাতনামা ব্যক্তিরা উপস্থিত ছিলেন। যুক্তরাজ্যে নিজ নিজ ক্ষেত্রে সফল এবং মূলধারায় সাফল্য অর্জন করেছেন এমন ব্রিটিশ বাংলাদেশিদের কাজের স্বীকৃতি দিতেই প্রতিবছর এই তালিকা প্রকাশ করে বিবিপাওয়ার। তালিকায় শীর্ষে থাকা নাদিয়ার জন্ম ব্রিটেনেই। সিলেটের বিয়ানীবাজারের মোহাম্মদপুর গ্রামের জমির আলী ও আসমা বেগমের চার মেয়ে ও দুই ছেলের মধ্যে তৃতীয় তিনি।

সর্বশেষ খবর