শিরোনাম
শনিবার, ২৫ মার্চ, ২০১৭ ০০:০০ টা

ভার্চুয়াল টেলিস্কোপে সর্বগ্রাসী ব্ল্যাকহোল

ভার্চুয়াল টেলিস্কোপে সর্বগ্রাসী ব্ল্যাকহোল

বিজ্ঞানের এক অপার রহস্যের নাম ব্ল্যাকহোল। প্রবল আকর্ষণ বল সম্পন্ন সিঙ্গুলারিটি এই ব্ল্যাকহোলের ছবি তোলা হবে প্রথমবারের মতো। প্রায় দুই দশক এমন এক টেলিস্কোপ তৈরি করা হয়েছে যা ব্ল্যাকহোলের ছবি তোলার উপযোগী। ভার্চুয়াল এই টেলিস্কোপের নাম ইভেন্ট হোরিজন টেলিস্কোপ। বিশ্বজুড়ে ছড়িয়ে থাকা শক্তিশালী রেডিও টেলিস্কোপের সন্নিবেশই হলো ইভেন হোরিজন টেলিস্কোপ। আগামী মাস অর্থাৎ এপ্রিলের ৫ থেকে ১৪ তারিখ পর্যন্ত এই ভার্চুয়াল টেলিস্কোপ আমাদের ছায়াপথের কেন্দ্রে থাকা ব্ল্যাকহোলটির ছবি তোলার কাজ করবে। ব্ল্যাকহোলটির ওজন আমাদের সূর্যের চার কোটি গুণ! গবেষকরা জানাচ্ছেন, ২০১৮ সালের শুরুর আগে মনুষ্যজাতির তোলা প্রথম ব্ল্যাক ছবি পাওয়া যাবে না। কেমন হবে ব্ল্যাকহোলের ছবি, তার একটি নমুনা তৈরি করেছে কম্পিউটার সিমুলেশনের মাধ্যমে। আইনস্টাইনের থিওরি অব রিলেটিভিটি থেকে ধারণা করা যায়, কালো একটি বিন্দুর পাশে অর্ধচন্দ্রাকার আলোর ছটা হিসেবেই দেখা যাবে ব্ল্যাকহোলকে। মূলত ব্ল্যাকহোল এর সরাসরি দেখা বা ছবি তোলা অসম্ভব। কারণ চির অন্ধকার কালো ব্ল্যাকহোল সর্বোগ্রাসী। এমকি আলো পর্যন্ত শুষে নেয় তার মধ্যাকর্ষণ বল। তবে ব্ল্যাকহোলের অবস্থান জানা যায়। কারণ ইভেন্ট হোরিজনের পাশে থাকা আাালোকরশ্মির ছবি তোলা সম্ভব। এই আলোকরশ্মির মাধ্যমেই ব্ল্যাকহোলের অবস্থান নিশ্চিত করা যায়। ভার্চুয়াল টেলিস্কোপে সময় গণনার জন্য ব্যবহার করা হচ্ছে পারমাণবিক ঘড়ি। এই টেলিস্কোপ থেকে প্রাপ্ত তথ্য নিয়ে পর্যালোচনা করে পূর্ণাঙ্গ ফল প্রকাশ করা হবে।

সর্বশেষ খবর