শনিবার, ২২ এপ্রিল, ২০১৭ ০০:০০ টা
টেক টক

সেলফিতে বাজিমাত

সেলফিতে বাজিমাত

সেলফি তুলেন না এমন মানুষ পাওয়া দুষ্কর। সেলফি প্রেমীদের জন্য সুখবর! সেলফি স্টিকের দিন শেষ, এখন স্মার্টফোনে ছবি তুলতে পারবেন উড়ন্ত ক্যামেরায়। শুধুই কি ছবি তোলা! এই ক্যামেরা যেন ড্রোনের কাজ করে! ছবি ছাড়াও চাইলে ভিডিও তুলতে অসুবিধা নেই। একেবারে নতুন অ্যাঙ্গেল থেকে তোলা যাবে ছবি। সেলফি তুলতে নানা সমস্যা তৈরি হওয়ায় বিশেষজ্ঞরা তৈরি করেছেন ছোট্ট উড়ন্ত ক্যামেরা। ক্যামেরাটির নাম দেন ‘এয়ার সেলফি’। উড়ন্ত এই সেলফি ক্যামেরাটি আসলে একটি ছোট্ট ড্রোন। এটি এতটাই ছোট এবং হালকা যে, স্মার্টফোন এবং ড্রোন দুটোই মোবাইলের কাভারে পুরে রাখা যাবে। অ্যালুমিনিয়ামের তৈরি এই সেলফি ড্রোনের ওজন মাত্র ৫২ গ্রাম।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর