শনিবার, ৬ মে, ২০১৭ ০০:০০ টা
জলজ

এবার রক্তিম সি-ড্রাগন

এবার রক্তিম সি-ড্রাগন

এই প্রথম লাল রঙের রক্তিম সি-ড্রাগন দেখা গেছে সমুদ্রের অনেক গভীরে। সি-ড্রাগন প্রথম দেখা যায় ১৯১৯ সালে। যার গায়ের রং হলুদ ও বেগুনি। পরে আরও সি-ড্রাগন দেখা যায় তা সবুজ ও কমলা রঙের। এরা সহজেই সবুজ পাতার মধ্যে অদৃশ্য হয়ে যাওয়ার ক্ষমতা রাখে বলে সি-ড্রাগন চোখে পড়ে না। ওই দুই প্রকার সি-ড্রাগনের সঙ্গে সদ্য দেখা সি-ড্রাগনের কিছুটা পার্থক্য আছে। এই রক্তিম সি-ড্রাগনের লেজ আছে যা নড়াচড়া করতে পারে। অন্য দুই প্রকার সি-ড্রাগনেরও লেজ আছে তবে তা নড়াচড়া করে না আবার এরা গভীর সমুদ্রেও থাকে না। অস্ট্রেলিয়ায় সমুদ্রের ১৬৪ ফুট গভীরে পাঠানো ক্যামেরায় ধরা পড়েছে ড্রাগনের মতো এই সামুদ্রিক প্রাণীর। রঙের পাশাপাশি দেহের গড়ন ও জীবন ধারণ আলাদা হওয়ায় এই প্রথম রক্তিম সি-ড্রাগন চোখে পড়ার পর রীতিমতো বিস্মিত হয়েছেন বিশেষজ্ঞরা। সমুদ্র নিয়ে গবেষণা করেন অধ্যাপক গ্রেগ রাউস। তিনি বলেন, ‘এর আগে দুই ধরনের সি-ড্রাগন পেয়েছি আমরা কিন্তু তৃতীয় আরও এক ধরনের সি-ড্রাগন পাওয়া যাবে।’

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর