শনিবার, ৮ জুলাই, ২০১৭ ০০:০০ টা
অস্কারের বিচারক হচ্ছেন বাংলাদেশি নাফিস বিন জাফর

নাফিসের চমক

শনিবারের সকাল ডেস্ক

নাফিসের চমক

টানা দুইবার অস্কার জয়ের গৌরব যার থলিতে তিনি এবার আরও বেশি গৌরবের স্বাক্ষর রাখছেন অস্কারের বিচারক হয়ে। তিনি বাংলাদেশি বংশোদ্ভূত নাফিস বিন জাফর। সিনেমার ‘নোবেল’ খ্যাত একামেডি অ্যাওয়ার্ড বা অস্কার পুরস্কার প্রদানকারী একাডেমি অব মোশন পিকচার আর্টস অ্যান্ড সায়েন্সের সদস্য হওয়ার আমন্ত্রণ পেয়েছেন তিনি।

ভিজ্যুয়াল ইফেক্টস বিভাগের অস্কারের জন্য ভোট-মূল্যায়নও দেবেন নাফিস। নাফিস বিন জাফর মূলত বাংলাদেশি সফটওয়্যার প্রকৌশলী। নাফিস ১৯৭৮ সালের ৮ অক্টোবর ঢাকায় জন্মগ্রহণ করেন। বাংলাদেশ হতে প্রথমবারের মতো এ সম্মান পেলেন তিনি। ২০১৭ সালে এতে অভিতাভ বচ্চন, আমির খান, সালমান খান, ইরফান খান, প্রিয়াঙ্কা চোপড়া, দীপিকা পাড়ুকোন, ঐশ্বরিয়া রাই বচ্চনও আমন্ত্রণ পেয়েছিলেন। নতুনদের তালিকায় এবার নাফিজ বিন জাফর পেলেন। বিভিন্ন বিভাগে ৫৭টি দেশের ৭৭৪ জন নতুন সদস্যের এই তালিকায় ওয়ান্ডার উইমেন খ্যাত গ্যাল গ্যাডেট হতে শুরু করে ৯৫ বছর বয়সী অভিনেত্রী বেটি হোয়াইট রয়েছেন। এ ছাড়াও রয়েছেন ক্রিস হেমসওয়ার্থ, ক্রিস উভান্স, ডোয়াইন জনসন-দ্য রক, ক্রিস প্যাট, আনা ফারিসের মতো তারকারা।

একাডেমির বরাতে নিউইয়র্ক টাইমস জানিয়েছেন, নতুন আমন্ত্রিতরা আমন্ত্রণ গ্রহণ করলে একাডেমির এই সদস্য সংখ্যা হবে ৮ হাজার ৪২৭। যাদের ভোট-মূল্যায়নে দেওয়া হয়ে থাকে অস্কার পুরস্কার। নাফিস প্রথম বাংলাদেশি ব্যক্তি হিসেবে ২০০৭ সালে অস্কার পুরস্কার জেতেন। এর পর ‘২০১২’ মুভিতে প্রথম ড্রপ ড্রেসট্রাকশন টুলকিট ব্যবহারের জন্য একাডেমি অ্যাওয়ার্ড অব সায়েন্স ২০১৪ পুরস্কার পান তিনি। ওই ড্রপ ড্রেসট্রাকশন টুলকিটটি প্রথম ব্যবহার হয় ‘২০১২’ ছবিতে।

এরপর ট্রান্সফরমারের প্রতিটি সিরিজ ও ২০১৪ সালে মুক্তি পাওয়া ‘অগম্যান্ট’সহ ২০টিরও বেশি ছবিতে এটি ব্যবহার করা হয়েছে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর