শনিবার, ১১ নভেম্বর, ২০১৭ ০০:০০ টা
টেক

নয় কম্পিউটার হ্যাকিং

নয় কম্পিউটার হ্যাকিং

অন্যতম একটি সমস্যা এই কম্পিউটার হ্যাকিং। তাই কিছু পরামর্শ মেনে চললে আপনি অনলাইনে সুরক্ষিত থাকবেন।

ফোনের ওয়াই-ফাই বন্ধ রাখুন। এখন আর শুধু পাসওয়ার্ড দিয়ে নিজেকে নিরাপদ ভাবা ঠিক হবে না। প্রায়ই পাসওয়ার্ড হ্যাক হতে দেখা যাচ্ছে। টু-স্টেপ অথেনটিকেশন বা দুই স্তরের নিরাপত্তা ব্যবহার করুন। এখন অনেক ওয়েবসাইট বা সার্ভিস দুই স্তরের নিরাপত্তা দিচ্ছে। দুই স্তরের এই ভেরিফিকেশন প্রক্রিয়ায় ব্যবহারকারীকে তার অ্যাকাউন্টে নিয়মিত পাসওয়ার্ড ব্যবহারের পাশাপাশি লগ ইন করার সময় স্মার্টফোন ও ট্যাবে আরও একটি কোড ব্যবহার করতে হয়। এতে অতিরিক্ত একটি স্তরের নিরাপত্তা পাওয়া যাবে। যেসব অ্যাকাউন্ট বা ওয়েবসাইটে আপনার স্পর্শকাতর তথ্য রয়েছে সেগুলোতে দীর্ঘ ও জটিল পাসওয়ার্ড ব্যবহার করুন। প্রতিটি ওয়েবসাইট ব্রাউজের সময় এইচটিটিপিএস ব্যবহার করুন। এইচটিটিপিএস ব্যবহার করতে ‘এইচটিটিপিএস এভরিহোয়্যার’ টুলটি ব্যবহার করতে পারেন। এই টুলটি আপনার ব্রাউজারের সব তথ্য এনক্রিট করে। ওয়াই-ফাই সেটআপের ক্ষেত্রে পাসওয়ার্ড দিন। ডিফল্ট পাসওয়ার্ড ব্যবহার করবেন না।

বাজারে ইন্টারনেট সুবিধার নতুন পণ্য এলে অনেকেই তা কেনার আগে জেনে নিন প্রযুক্তিপণ্য নির্মাতা প্রতিষ্ঠানগুলো ইন্টারনেট  প্রাইভেসি ও নিরাপত্তার বিষয়ে গুরুত্ব দিয়েছে কিনা।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর