শনিবার, ২৫ নভেম্বর, ২০১৭ ০০:০০ টা

থ্রিডি প্রিন্টার ‘কুবিবট’

থ্রিডি প্রিন্টার ‘কুবিবট’

থ্রিডি প্রিন্টার আপনাকে তৃমাত্রিক যে কোনো কিছু তৈরিতে সাহায্য করতে পারে। আপনার কাজ হচ্ছে শুধু প্রয়োজনীয় বস্তুটির নকশা ইনপুট করা। নকশা অনুযায়ী বস্তুটি তৈরি করে দিবে থ্রিডি প্রিন্টার। উপাদান হিসেবে ব্যবহূত হয় প্লাস্টিক জাতীয় পদার্থ। বিশ্বে নানা প্রযুক্তি বিষয়ক প্রতিষ্ঠান বিভিন্ন রকম থ্রিডি প্রিন্টার বাজারে এনেছে। এর মধ্যে প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট ডিজিটাল ট্রেন্ড তাদের একটি প্রতিবেদনে জানিয়েছে, সান দিয়েগো ইনোভেশন সেন্টারের একটি দল ‘কুবিবট’ নামের নতুন একটি থ্রিডি প্রিন্টার উদ্ভাবন করেছে। এই কুরিবটের বিশেষত্ব হচ্ছে এটি আকৃতিতে ছোট, ব্যবহারে সহজ এবং দামেও কম। অন্যান্য থ্রিডি প্রিন্টার অনেক ব্যয়বহুল।

‘কুবিবট’-এর দাম ধরা হয়েছে ১৪৯ মার্কিন ডলার। প্রিন্টারটি তৈরিতে প্রতিষ্ঠানটির সময় লেগেছে আড়াই বছর। ‘কুবিবট’ অপারেট করাও খুব সহজ। যদি কেউ সাধারণ প্রিন্টার ব্যবহার করতে পারেন তবে ‘কুবিবট’ও ব্যবহার করতে পারবেন। আকৃতিতে ছোট হওয়ায় যে কোনো জায়গায় প্রিন্টারটি খুব সহজেই রাখা যাবে। শুধু কম্পিউটারে নয়, স্মার্টফোনের অ্যাপ  থেকেও কাজ করা যাবে প্রিন্টারটিতে। ২০১৮ সালের শুরু থেকে বিক্রি শুরু হবে ‘কুবিবট’।

সর্বশেষ খবর