শনিবার, ২৫ নভেম্বর, ২০১৭ ০০:০০ টা
উদ্ভাবন

‘সি হিরো কুয়েস্ট’

ফিরিয়ে দেবে হারানো স্মৃতি

‘সি হিরো কুয়েস্ট’

স্মৃতিবিভ্রমে রোগে আক্রান্ত মানুষের স্মৃতিশক্তি ফিরিয়ে দিতে সক্ষম একটি কম্পিউটার গেম উদ্ভাবন করেছেন বিজ্ঞানীরা। স্মৃতিবিভ্রম নিয়ে গবেষণাকারী যুক্তরাজ্যভিত্তিক একটি প্রতিষ্ঠানের বিজ্ঞানীরা যুগান্তকারী এই গেমটির উদ্ভাবন করেন। বিবিসির খবরে বলা হয়, ‘সি হিরো কুয়েস্ট’ নামে গেমটিতে নাবিকের ভূমিকায় থাকবেন স্মৃতিবিভ্রমে আক্রান্ত ব্যক্তি। তার জন্য চ্যালেঞ্জ থাকবে পানিপথে কখনোবা কঠিন বরফের মধ্য দিয়ে যাওয়া। এ সময় সব প্রতিবন্ধকতা উপেক্ষা করে সঠিকভাবে নির্দেশনা দিয়ে এগিয়ে যেতে হবে লক্ষ্যে।

বিজ্ঞানীরা বলছেন, যখন ওই ব্যক্তি খেলতে থাকবেন তখন অসংখ্য তথ্য-উপাত্ত সংগ্রহ হতে থাকবে। পরে তথ্য-উপাত্তগুলো মূল্যায়ন করা হবে। এতে তরুণ বয়সের যেসব স্মৃতি হারিয়ে গেছে, সেগুলোও উঠে আসবে। বিশেষজ্ঞরা বলছেন, এখন পর্যন্ত এমন কোনো ওষুধ আবিষ্কার হয়নি, যা স্মৃতিবিভ্রম রোগে আক্রান্ত হওয়া থেকে ঠেকাতে পারে কিংবা ভালো করতে পারে। কিন্তু এ কথা সর্বজনবিদিত যে, রোগাক্রান্ত হওয়ার আগে রোগীর কী ধরনের উপসর্গ দেখা দিয়েছিল, সে সম্পর্কে চিকিৎসকরা যদি জানতে পারেন, তবেই তারা চিকিৎসার কাজ এগিয়ে নিতে পারেন। ২০১৬ সালে প্রথম গেমটি উপস্থাপন করা হয়।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর