শনিবার, ২০ জানুয়ারি, ২০১৮ ০০:০০ টা

আরও ১০ নতুন পৃথিবী

শনিবারের সকাল ডেস্ক

আরও ১০  নতুন পৃথিবী

একদিন হয়তো শোনা যাবে, মানুষ অবকাশ যাপনে পাশের পৃথিবীতে বেড়াতে যাচ্ছে। এখনকার পাশের দেশ ভ্রমণের মতোই হয়তো মামুলি বিষয় হবে। আর তা অবশ্যই বিজ্ঞান ও প্রযুক্তির হাত ধরেই বাস্তবায়ন সম্ভব। বিজ্ঞানের গবেষণা ঘোষণা দিচ্ছে পৃথিবীর মতো আরও পৃথিবী আছে সৌরজগতে। আমাদের বসবাসের পৃথিবীর মতো আরও ১০টি গ্রহের অস্তিত্বের দাবি করছে যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা নাসা।

সংস্থাটির কেপলার টেলিস্কোপ ওই গ্রহগুলোর সন্ধান নিশ্চিত করেছে। আমেরিকার স্থানীয় সময় সোমবার নাসা জানায়, ওই ১০টি গ্রহ পৃথিবীর মতোই সূর্য থেকে একেবারে সঠিক দূরত্বে অবস্থান করছে। সেখানে পানি থাকার সমূহ সম্ভাবনা রয়েছে। আর তরল পানি থাকলে জীবনের অস্তিত্ব পাওয়া যাবে বলেও আশা করছেন বিজ্ঞানীরা। দ্য গার্ডিয়ান তথ্যমতে, এ বিষয়ে নাসার বিজ্ঞানী মারিও পারেজ বলেন, ‘গুরুত্বপূর্ণ প্রশ্ন হলো, আমরা কি একা? আমরা যে আসলেই একা নই কেপলার হয়তো সেটা আমাদের পরোক্ষভাবে বলছে।’ তবে আভিলোয়েব নামে হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের একজন বিজ্ঞানীর সূত্রমতে, সংবাদমাধ্যম আলজাজিরা জানায়, সূর্য থেকে পৃথিবীর মতোই উপযুক্ত দূরত্বে অবস্থান করছে এমন গ্রহের সংখ্যা একেবারে কম নয়। ২০০৯ সালে কেপলার টেলিস্কোপের উেক্ষপণ করে নাসা। কেপলারের পাঠানো তথ্য-উপাত্ত গবেষণার মাধ্যমে নতুন কোনো তথ্য খোঁজার চেষ্টা করেন বিজ্ঞানীরা। কেপলারের চার বছরের অভিযানে দুই হাজার ৩৩৫টি গ্রহ খুঁজে পাওয়া যায়। এগুলোর মধ্যে ৫০টি গ্রহের তাপমাত্রা একেবারেই পৃথিবীর মতো। এ ছাড়া খুব শিগগিরই গ্রহে পরিণত হবে এমন এক হাজার ৬৯৯টি বস্তুর সন্ধান মেলে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর