শনিবার, ৩ ফেব্রুয়ারি, ২০১৮ ০০:০০ টা

চশমায় চলবে ফেসবুক

চশমায় চলবে ফেসবুক

চশমায় চলবে ফেসবুক। হ্যাঁ, আপনি ঠিকই পড়ছেন। ফেসবুক চালানোর জন্য আর মোবাইল, ট্যাব বা কম্পিউটারের দরকার পড়ছে না। বরং আপনার চোখের সামনেই আপনি দেখতে পাবেন ফেসবুক। কল্পবিজ্ঞান চলচ্চিত্রে আমরা এমনটা দেখে অভ্যস্ত। কিন্তু বাস্তবেও খুব শিগগিরই আমরা এই অভিজ্ঞতা অর্জন করতে যাচ্ছি। কারণ এমন প্রযুক্তি নিয়েই কাজ শুরু করেছে ফেসবুক। ইংরেজিতে এই প্রযুক্তিকে বলা হচ্ছে ‘অগমেন্টেড রিয়েলিটি’ সংক্ষেপে ‘এআর’। এই প্রযুক্তির ওপর ভিত্তি করেই ফেসবুক তৈরি করছে ‘এআর চশমা’। ফলে ফেসবুক চালানোর জন্য আর কোনো আলাদা যন্ত্রের প্রয়োজন নেই। গত বছর এ সংক্রান্ত একটি প্যাটেন্ট দাখিল করেছে ফেসবুক। সেখানে লেখা ছিল, কম্পিউটারের বিভিন্ন উপাদান দ্বারা অগমেন্টেড দৃশ্য ব্যবহারকারীদের সামনে তৈরি হয়। কিন্তু এবার কম্পিউটারের পরিবর্তে এটি তৈরি হবে চশমার গ্লাসে এবং ব্যবহারকারীরা কম্পিউটারের মতো চশমায় ফেসবুক চালাতে পারবেন। বিশেষ ওই চশমায় ব্যবহার করা হবে দ্বিমাত্রিক স্ক্যানার। ফেসবুকের জন্য এই স্ক্যানার তৈরি করছে ভার্চুয়াল রিয়েলিটি প্রতিষ্ঠান অকুলাস ভিআর। দ্বিমাত্রিক স্ক্যানার ব্যবহারের ফলে ভার্চুয়াল রিয়েলিটি, অগমেন্টেড রিয়েলিটি, মিক্সড রিয়েলিটিকে আলাদাভাবে অথবা একসঙ্গে ব্যবহার করা যাবে।

চশমাটিতে আরও ব্যবহার করা হচ্ছে লেজার রশ্মি, স্ক্যানিং আয়না ইত্যাদি। যার মাধ্যমে ছবি এবং ভিডিও চালু করা যাবে, উপভোগ করা যাবে। চশমার লেন্সে আলোক শক্তির জোগান দেবে লেজার রশ্মি। যা থেকে তৈরি হবে স্থির ও চলমান ছবি। চশমাটি পরলেই সবকিছু দেখতে পাবেন একেবারে কল্পবিজ্ঞানের চলচ্চিত্রগুলোর মতোই। 

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর