শনিবার, ১৭ ফেব্রুয়ারি, ২০১৮ ০০:০০ টা
উদ্যোগ

আমাজন ওয়েব সার্ভিসে আমাদের শামীম

বাংলাদেশি শামীম আশরাফী

শনিবারের সকাল ডেস্ক

আমাজন ওয়েব সার্ভিসে আমাদের শামীম

বিশ্বের সবচেয়ে বড় ই-কমার্স প্রতিষ্ঠান ‘আমাজন’। ক্লাউড কম্পিউটিং এ যেসব আন্তর্জাতিক প্রতিষ্ঠান নেতৃত্ব দিচ্ছে তাদের মধ্যে অন্যতম এই আমাজন ওয়েব সার্ভিসেস। সুখবর হচ্ছে, পৃথিবীর বিখ্যাত সব কম্পিউটার ইঞ্জিনিয়ার আর আইটি প্রফেশনালদের সঙ্গে আমাজনে কাজ করছেন বাংলাদেশের শামীম আশরাফী। বাংলাদেশি এই আইটি প্রফেশনাল যুক্তরাষ্ট্রে পাড়ি দিয়েছিলেন আইটি জব নিয়েই। তখন তিনি কাজ করতেন ওরাকল ডেটাবেইজ টেকনোলজিতে। বাংলালিংকের ডেটাবেইজ এডমিনিস্ট্রেটর হিসেবে কাজ করার সময় তিনি ‘এইচওয়ানবি’ ভিসায় সরাসরি চাকরি নিয়ে যুক্তরাষ্ট্রে চলে যান। যুক্তরাষ্ট্রের বিখ্যাত টেলিকম কোম্পানি ভেরাইজনসহ বিভিন্ন প্রতিষ্ঠানে কাজ করেছেন ডেটাবেইজ আর বিগডেটা নিয়ে। তারপর যোগ দিয়েছেন এখনকার বিশ্বের অন্যতম বিখ্যাত প্রতিষ্ঠান আমাজনের ক্লাউড কম্পিউটিং ডিভিশন এডব্লিউএসের একজন বিগডেটা কনসালট্যান্ট হিসেবে। তার কাজ আমেরিকার বিভিন্ন কোম্পানির আইটিকে ক্লাউড কম্পিউটিংয়ে স্থানান্তর এবং বিগডেটা এনালাইসিসে সাহায্য করা। আইটি প্রফেশনাল হিসেবে চাকরির পাশাপাশি শামীম একজন আইটি উদ্যোক্তা হিসেবেও ভূমিকা রাখছেন। যুক্তরাষ্ট্রে যাওয়ার আগে বাংলাদেশে প্রতিষ্ঠা করেছিলেন অদ্বিতীয় টেকনোলজিস নামের একটি আইটি কোম্পানি। আমেরিকার বিভিন্ন স্টার্টআপের টেকনোলজি মেন্টর হিসাবে সাহায্য করেন তিনি। কি-নোট স্পিকার, ট্রেইনার বা জাজ হিসেবেও কাজ করেন বিভিন্ন স্টার্টআপ কম্পিটিশন ও হ্যাকাথনে। এ ছাড়াও বিদেশে বসে দেশের বিভিন্ন প্রতিষ্ঠানকে ক্লাউড কম্পিউটিং, বিগডেটা, আইওটি, মেশিন লার্নিং, ব্লকচেইন ইত্যাদি আধুনিক প্রযুক্তির ওপর মেন্টরিং এবং প্রশিক্ষণ দেন। তার সহধর্মিণী ফাতিমা সাইয়েদা কাজ করেন ইউনিভার্সিটি অব টেক্সাস ডালাসে। শামীমের ইচ্ছা আছে বাংলাদেশের আইটিতে ক্লাউড কম্পিউটিং, বিগডেটা নিয়ে আরও কাজ করার এবং নলেজ রেমিট্যান্সে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার।

সর্বশেষ খবর