শনিবার, ১৭ ফেব্রুয়ারি, ২০১৮ ০০:০০ টা
শিক্ষাবিষয়ক ট্যাব

ব্যাকবনের ট্যাব

ব্যাকবনের ট্যাব

আধুনিক তথ্য প্রযুক্তির এই যুগে শিক্ষার্থীর পাঠ্যপুস্তকের জটিল বিষয়গুলো সহজলভ্য করে উপস্থাপন ব্যাকবন নিয়ে এলো ‘এডু ট্যাব’। সম্প্রতি গুলশানের একটি হোটেলে শিক্ষার্থীদের জন্য অনন্য সহায়ক এই শিক্ষা উপকরণটির মোড়ক উন্মোচন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ও অর্থনীতিবিদ ড. আতিউর রহমান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডিপার্টমেন্ট অব ডেভেলপমেন্ট স্টাডিজের চেয়ারম্যান ড. আবু ইউসুফ, জাপানের ইনস্টিটিউট অব ইনোভেশন অ্যান্ড রিসার্স হিতোত্সুবাশি ইউনিভার্সিটি অধ্যাপক সেইসিরো ইউনেকুরা এবং জাপানের এনপিও ই-এডুকেশনের সিইও কাইটো ইডি মিউয়া এবং ব্যাকবন লিমিটেডের সিইও আবদুল মতিন শেখ মাহিন। আরও উপস্থিত ছিলেন বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক এবং শিক্ষার্থীবৃন্দ। এ সময় জাপানের বিখ্যাত গবেষক এবং উদ্ভাবক সেইসিরো ইউনেকুরা বলেন, জাপান থেকে বাংলাদেশের মানুষের সংখ্যা অনেক বেশি। কিন্তু জাপান উন্নত। এর একটি কারণ শিক্ষা খাতে তারা অনের বেশি ভর্তুকি দিয়েছে। এটা কোনো ভর্তুকি নয়, বরং ভবিষ্যতের জন্য ইনভেস্ট।’ ব্যাকবন এডু ট্যাবটিতে কোনো সিম স্লট নেই। ওয়াইফাইয়ের মাধ্যমে ইন্টারনেটের কানেকশনে থাকা যাবে। কোনো চ্যাট অ্যাপ ডিভাইজটিতে কাজ করবে না। ট্যাবটির ডিজিটাল কনটেন্ট তৈরিতে জাপানের সর্বাধুনিক শিক্ষাপ্রযুক্তি থিঙ্কবোর্ড ব্যবহার করা হয়েছে। এই প্রযুক্তির ফলে অনেক কম ডাটাই অধিক সংখ্যক লেকচার তৈরি করা সম্ভব হয়েছে। ৪৫০টির অধিক লেকচারের জন্য জায়গা নিয়েছে মাত্র চার জিবি। তবে ট্যাবটিতে মোট ৮ জিবি মেমোরি রয়েছে। এ ছাড়া অফলাইনে নির্দিষ্ট অ্যাপের মাধ্যমে কোনো ধরনের ইন্টারনেট সংযোগ ছাড়া ব্যবহার করা যাবে। দেশের বাজারে শিক্ষার্থীদের জন্য নতুন প্রযুক্তির এই ট্যাবটির দাম রাখা হবে ৪ হাজার ৫০০ টাকা।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর