শনিবার, ১৭ ফেব্রুয়ারি, ২০১৮ ০০:০০ টা

ব্যাকটেরিয়া ধরার ফাঁদ...

ব্যাকটেরিয়া ধরার ফাঁদ...

পৃথিবীতে প্রায় ৭০০ প্রজাতির মাংসাশী গাছ রয়েছে। যুগে যুগে এসব উদ্ভিদ নানা বিজ্ঞানী, লেখক, শিল্পী এবং ফটোগ্রাফারদের আগ্রহের কেন্দ্রবিন্দু হয়ে আসছে। কিছুদিন আগেও একদল বিজ্ঞানী ভেনাস ফ্লাইট্র্যাপদের দেখে অনুপ্রাণিত হয়ে বানিয়েছেন ব্যাক্টেরিয়া ধরার ফাঁদ। ক্ষতিকর ব্যাক্টেরিয়া যখন রক্তে প্রবেশ করে দ্রুত সংখ্যাবৃদ্ধি করে মারাত্মক সব রোগ-জীবাণু তৈরি করে। অ্যান্টিবায়োটিক এক্ষেত্রে কার্যকর সমাধান বটে, তবে আর কতদিন? চাইনিজ একাডেমি অব সায়েন্সের সো টিয়ে এবং তার সহকর্মীরা তাই ফ্লাইট্র্যাপের মতো এক ধরনের ন্যানোফাঁদ বানিয়েছেন যা আরও দক্ষভাবে ব্যাক্টেরিয়া ধরতে পারে। এই ফাঁদের চারদিকে রয়েছে বাঁকানো ন্যানো তন্তু, সেই তন্তু গায়ে রয়েছে লেকটিনের আবরণ। লেকটিন এক ধরনের প্রোটিন যা ব্যাক্টেরিয়ার কার্বোহাইড্রেটের সঙ্গে সহজেই বন্ধন তৈরি করে। তন্তুগুলো ব্যাক্টেরিয়ার সঙ্গে জড়িয়ে তাকে একটা সূক্ষ্ম খাঁচায় আটকে ফেলে। ফলে টাইফয়েডসহ নানা রোগের জনক সালমোনেলা নিয়ে করা পরীক্ষায় দেখা গেছে এই ন্যানোফাঁদ ৯৭ শতাংশ জীবাণুকে আলাদা করতে পারে। গবেষকরা বলেন, একই পদ্ধতিতে ভাইরাস, ক্যান্সার কোষ এসবের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া সম্ভব।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর