শনিবার, ৩ মার্চ, ২০১৮ ০০:০০ টা

জঙ্গি বিমানের পাইলট অবনী

শনিবারের সকাল ডেস্ক

জঙ্গি বিমানের পাইলট অবনী

‘আমি সফল জঙ্গি বিমান চালক হতে চাই, প্রতিদিনই আরও এবং আরও শিখতে চাই।’

প্রথম ভারতীয় নারী হিসেবে টানা ৩০ মিনিট ধরে একা একটি জঙ্গি বিমান মিগ-২১ চালিয়ে নজির সৃষ্টি করেছেন ২৪ বছরের অবনী চতুর্বেদি। ১৯ ফেব্রুয়ারি বিকেলে গুজরাটের জামনগর বিমান ঘাঁটি থেকে ভারতের কোনো নারী হিসেবে বিমানটি উড়িয়ে তিনি ইতিহাস সৃষ্টি করেছেন। এই ঘটনার মধ্য দিয়ে ভারতের বিমান বাহিনীতে অবনীই হলেন প্রথম কোনো নারী পাইলট যিনি আকাশসীমা নিরাপদ রাখতে এবং শত্রু মোকাবিলা করতে জঙ্গি বিমান চালালেন। মধ্যপ্রদেশের ছোট্ট একটি শহরে বেড়ে ওঠেন অবনী। তার বাবা এমপি গভর্মেন্টের এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার। পরিবার থেকে সন্তানের সুন্দর ভবিষ্যতের আশা থাকলেও ছোট্ট অবনীকে দেখে হয়তো কেউই ভাবতে পারেননি এমন একটি রেকর্ডে তার নাম উঠে আসবে। কিন্তু ইচ্ছা আর পরিশ্রম যে মানুষের ভাগ্যকে সুপ্রসন্ন করে দিতে পারে তার প্রমাণ অবনী নিজেই। ভাইকে দেখে অনেক ছোট থেকেই বিমান বাহিনীতে যোগ দেওয়ার স্বপ্ন দেখতেন তিনি। বিমান চালনায় দক্ষতা অর্জনের পাশাপাশি অবনীর গুণ প্রকাশ পেয়েছে বেহালা বাজানো ও ছবি আঁকায়। তিনি আশাবাদী এই দুই ক্ষেত্রেও তিনি বিশ্বে নাম কুড়াবেন, হয়তো সৃষ্টি হবে অন্যরকম ইতিহাস। অবনী চতুর্বেদির সঙ্গে ভাবনা কান্ত এবং মোহনা সিং নামের আরো দুই নারী এর আগে জঙ্গি বিমান চালনার ওপর প্রশিক্ষণ নিয়েছেন। এর মধ্যে অবনীই প্রথম এককভাবে মিগ-২১ সফলভাবে চালালেন। হায়দ্রাবাদ এয়ার ফোর্স একাডেমিতে তিনি প্রশিক্ষণ শেষ করেছেন। অবনী বিশ্বাস করতেন, যে কোনো এয়ারফোর্সেই একজন বিমানচালককে বিশেষভাবে উপস্থাপন করা যায়। কিন্তু আমার স্বপ্ন একজন ভালো জঙ্গি বিমান চালক হওয়া। যাতে করে আমার ঊর্ধ্বতন একটি সফল অপারেশনের জন্য আমার ওপর নির্ভর করতে পারেন।

সর্বশেষ খবর