শনিবার, ৩ মার্চ, ২০১৮ ০০:০০ টা

ড্রোন যখন মডেল!

শনিবারের সকাল ডেস্ক

ড্রোন যখন মডেল!

বিশাল অডিটরিয়াম, দর্শকে কানায় কানায় পূর্ণ। সামনে জমকালো র্যাম্প স্টেজ। দর্শকের চোখ খুঁজছিল স্টেজের রানওয়েতে পারফর্ম করা মডেল। কিন্তু মডেল এলো ঠিকই, তবে ক্যাটওয়াক র্যাম্প মডেল নন, উড়ে এলো ড্রোন মডেল। ইতালির মিলান ফ্যাশন উইকে এমনই এক ‘ফ্যাশন শো’তে ইতালীয় এক ফ্যাশন ব্র্যান্ডের মানব মডেলদের অনুসরণ করে এসেছিল অন্তত ৮টি ড্রোন ‘মডেল’। আর ফ্যাশন শো’টি করেন ইতালির জনপ্রিয় ফ্যাশন ব্র্যান্ড ‘ডলসে অ্যান্ড গ্যাবানা’। প্রতিটি ড্রোনের সঙ্গে ঝোলানো ছিল হাতব্যাগ। রানওয়ে ধরে উড়ে এসে থমকে দাঁড়িয়ে ব্যাগগুলো সবাইকে দেখার সুযোগ করে দিয়েছে এই ড্রোনগুলো। ঠিক যেমনটি মডেলরা করেন তেমনি ড্রোন ঘুরে ফিরে হাতব্যাগ দেখাচ্ছিল দর্শকদের। আর দর্শক সারির প্রশংসাও কুড়িয়েছিল ড্রোন ‘মডেল’। আর স্টেজের রানওয়ে বলে কথা, সাজটাও তো তেমন হওয়া চাই! এই মডেল ড্রোনগুলোর ক্ষেত্রেও তেমনটি হয়েছিল। প্রতিটি ড্রোনের ওপর বসানো হয়েছিল নকল পাথর। ফ্যাশন শোতে ড্রোনের ব্যবহারে ডলসে অ্যান্ড গ্যাবানা প্রথম না। ২০১৫ সালে পোশাক প্রস্তুতকারী ‘বেটাব্র্যান্ড’ যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালিতে ড্রোনের মাধ্যমে পোশাকের প্রদর্শনী করেছিল।

 

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর