শনিবার, ৩ মার্চ, ২০১৮ ০০:০০ টা
প্রযুক্তি

চাকরির খোঁজ দেবে ফেসবুক!

চাকরির খোঁজ দেবে ফেসবুক!

বর্তমান বিশ্বে ফেসবুক এতটাই জনপ্রিয় যে আবাল-বৃদ্ধ কেউই বাদ যান না এই মাধ্যম থেকে। পারস্পরিক যোগাযোগ তো হচ্ছেই, সঙ্গে অনেকেই এই যোগাযোগ মাধ্যম দ্বারা ব্যবসা করে বাগিয়ে নিচ্ছেন কোটি কোটি টাকা। মানুষকে বিভিন্ন সুবিধা প্রদানকারী ফেসবুক এবার চালু করেছে চাকরির খোঁজখবর। এখন যে কেউ ফেসবুকে চাকরির পোস্ট করা ও প্রার্থীদের জন্য চাকরি খোঁজার সুবিধা এনেছে এই যোগাযোগ মাধ্যমটি। আর এই ফিচারটির নাম দেওয়া হয়েছে ফেসবুক জবস। বর্তমানে বিশ্বের ৪০টি দেশে ফিচারটির মাধ্যমে চাকরি খোঁজা যাবে। যদিও ফেসবুকের জব অ্যাপ্লিকেশন ফিচারটি গত বছর শুধু যুক্তরাষ্ট্র ও কানাডায় চালু করা হয়েছিল। সম্প্রতি এর ব্যাপ্তি বেড়ে ফিচারটি ছড়িয়ে যাচ্ছে সারা বিশ্বে। নতুন এই ফিচারটি সম্পর্কে ফেসবুক জানায়, প্রতি চারজনে একজন ব্যক্তি এখন ফেসবুকে চাকরি খোঁজেন। চাকরিপ্রার্থীদের পোস্ট করা তথ্যগুলো দিয়েই স্বয়ংক্রিয়ভাবে আবেদনপত্র সাজাবে ফেসবুক। এই আবেদনপত্রে আগের চাকরির অভিজ্ঞতা ও শিক্ষাগত যোগ্যতা দিতে হবে। ‘জব’ সেকশনে গেলেই প্রার্থীরা নিয়োগ বিজ্ঞপ্তিগুলো দেখতে পারবেন। শুধু তাই নয়, জব নোটিফিকেশন পেতে অ্যালার্ট অপশনও চালু করা হয়েছে। শুধু সাবস্ক্রাইব করে নিলেই হবে। কেউ আবেদন করলে কোম্পানিগুলোর নিয়োগদাতারাও প্রার্থীর সঙ্গে সরাসরি ইনবক্সে যোগাযোগ করতে পারবেন। ব্যবহারকারীদের ড্যাশবোর্ডে চাকরির তালিকা দেখা বা আবেদন করা যাবে। পুরো সেবাটি বিনামূল্যে পাওয়া যাবে। কিন্তু চাইলে অর্থের বিনিময়ে ব্যবসা প্রতিষ্ঠানগুলো তাদের চাকরির বিজ্ঞপ্তি ফেসবুকে বুস্ট করে প্রচার করতে পারবে। ফেসবুকের বিভিন্ন স্থানভেদে এগুলো দেখানো হবে। নিউজফিড, মার্কেটপ্লেস বা বিজনেস পেজে এগুলো দেখানো হবে। মূলত, লিঙ্কডইনকে টেক্কা দিতেই জব অ্যাপ্লিকেশন ফিচারটি ব্যবহার বাড়াতে এত আগ্রহী হয়ে উঠেছে ফেসবুক। ফেসবুকের ভাইস প্রেসিডেন্ট অ্যালেক্স হিমেল জানান, ৪০টির বেশি দেশে চাকরির সুবিধা চালু করার মাধ্যমে সামাজিক যোগাযোগের মাধ্যমটিকে ভিন্ন দিকে নেওয়া হলো। এখন থেকে দরখাস্ত ব্যবস্থাপনা, সাক্ষাৎকারের সময় ঠিক করা ও বিভিন্ন বিষয়ে নোটিফিকেশন পাওয়া যাবে।

 

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর