শনিবার, ২১ এপ্রিল, ২০১৮ ০০:০০ টা
ইমার্জিং ইয়াং লিডারস অ্যাওয়ার্ড

বিশ্বের উদীয়মান ১০ তরুণ নেতার তালিকায় তানজিল

সাইফ ইমন

বিশ্বের উদীয়মান ১০ তরুণ নেতার তালিকায় তানজিল

‘ভলান্টিয়ার ফর বাংলাদেশ’ নামে একটি স্বেচ্ছাসেবী সংগঠনের সভাপতি ছিলেন তানজিল। বাংলাদেশের বৃহত্তম এ স্বেচ্ছাসেবী প্লাটফর্ম কয়েকশ তরুণকে নিয়ে সমাজের উন্নয়নমূলক বেশ কিছু কর্মসূচি বাস্তবায়ন করেছে।

যুক্তরাষ্ট্রের শিক্ষা ও সাংস্কৃতিক বিনিময় বিষয়ক ব্যুরোর মতে, তানজিল মনে করেন, তারুণ্যকে সামাজিক কর্মকাণ্ডে যুক্ত ও উদ্বুদ্ধ" করা গেলে তাদের চরমপন্থি কর্মকাণ্ড থেকে দূরে রাখা সম্ভব। বর্তমানে তিনি রোহিঙ্গা শরণার্থীদের নিয়ে কাজ করছেন, যেন তারা উগ্রবাদের শিকার না হয়। জাগো ফাউন্ডেশনের মাধ্যমে রোহিঙ্গা শরণার্থী শিবিরে ৫০০ শিশুর জন্য নিরাপদ আশ্রয় গড়ে তুলতে তার কর্মকাণ্ডও অবদান রেখেছে। কিশোরী ও নারীদের দক্ষতা অর্জনের মাধ্যমে আগামী দিনের নেতৃত্বে আনার জন্যও কাজ করছেন এই  তানজিল।

 

শান্তি ও অর্থনৈতিক সুযোগ সৃষ্টিতে অনন্য অবদান রাখা বিশ্বের উদীয়মান ১০ তরুণ নেতার তালিকায় জায়গা করে নিয়েছেন বাংলাদেশের তানজিল ফেরদৌস। বিশ্বের শীর্ষ ১০ উদীয়মান  নেতাকে সম্মানিত করবে যুক্তরাষ্ট্র। বন্দরনগরী চট্টগ্রামের হালিশহর এলাকার তানজিল  ফেরদৌস। শৈশব থেকেই জড়িয়ে পড়েন নানা রকম সামাজিক কর্মকাণ্ডে। তার স্কুল ছিল চট্টগ্রামের সানসাইন গ্রামার স্কুল। এখানেই মানুষের জন্য কিছু করার ভিতটা তৈরি হয় তার। তিনি বলেন, ‘স্কুলেই আমাদের এ বিষয়ে নার্সিং করা হতো। স্কুলের আয়াদের ছোট বাচ্চাদের আমরা পড়াতাম। সে থেকেই আমার ভিতর মানুষের জন্য কিছু করার ইচ্ছাটা তৈরি হয়।’ তানজিল আরও বলেন, ‘সুবিধাবঞ্চিতদের নিয়ে কাজের অনুপ্রেরণা পেয়েছেন রাজনীতিবিদ মায়ের কাছ থেকে। ছোটবেলা থেকেই মাকে দেখে আসছি সাধারণ মানুষের স্বপ্নকে নিজের করে নিতে। সবার সঙ্গে মিশে গিয়ে কাজ করতে।’ শিশু দেখলেই আপন মমতায় কাছে টেনে নেন তানজিল। স্বপ্ন বুনেন সুবিধাবঞ্চিতদের মাঝে। সেই স্বপ্ন সারা বিশ্বে পৌঁছে দিতে জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা ইউএনএএইচসিআরের হয়ে কাজ করছেন কক্সবাজার রোহিঙ্গা নারী ও শিশুদের নিয়ে। অনুপ্রেরণা পেয়েছেন রাজনীতিবিদ মায়ের কাছ থেকে। তার কাজের স্বীকৃতিও পাচ্ছেন আগামী ২ মে। ওয়াশিংটনে আনুষ্ঠানিকভাবে ‘ইমার্জিং ইয়াং লিডারস অ্যাওয়ার্ড’ তুলে দেওয়া হবে তার হাতে। তাই বললেন, ‘আন্তর্জাতিক এ অর্জন আসলে আমার একার নয়। সব সুবিধাবঞ্চিত মানুষের। কৃতিত্ব দিতে হবে আমার মাকেও, যিনি আমার অনুপ্রেরণা।’ তার পরিবারে রয়েছে বাবা, মা আর বড় দুই ভাই। পরিবারের সবার ছোট আদরের মেয়েটি আজ দেশের মুখ উজ্জ্বল করেছে। তানজিলের মা ফেরদৌস আরা চট্টগ্রাম সিটি করপোরেশনের দক্ষিণ কাট্টলী-রামপুর-উত্তর হালিশহর এলাকার দুবারের নির্বাচিত কাউন্সিলর ছিলেন। মেয়ে সম্পর্কে তিনি বলেন, ‘অনেক বাবা-মা স্বপ্ন দেখেন সন্তান ডাক্তার কিংবা বিসিএস ক্যাডার হবে। কিন্তু আমি আমার সন্তানদের বলেছি, যে কাজটা করে তোমাদের মনে তৃপ্তি পাবে, সেটাই মনযোগ দিয়ে কর। তানজিল ছোটবেলা থেকেই পথশিশু, সুবিধাবঞ্চিত মানুষ নিয়ে কাজ করত। তার স্বপ্ন প্রতিটি মানুষ হাসি মনে বাঁচবে। তৃপ্তি নিয়ে বাঁচবে। ভালোবাসা নিয়ে বাঁচবে। মানুষের মুখে হাসি ফুটানোর থেকে মনে হাসি ফুটানোর কাজের দায়িত্ব নিয়েছে আমার মেয়ে। এতেই আমরা খুশি।’ তানজিলের বাবা মুহাম্মদ আবু তাহের একজন ব্যবসায়ী। তিন সন্তানের মধ্যে তানজিল সবার ছোট। আদুরে মেয়ের আদরমাখানো মনন দেখে বাবাও তৃপ্ত হয়েছেন অনেকভাবে। তিনি বলেন, ‘অর্থনীতি নিয়ে পড়াশোনা করলেও ব্যবসার প্রতি কখনোই তার মনযোগ ছিল না। বই পড়া আর শিশুরাই হচ্ছে তার কাছে ধ্যানজ্ঞান।’ কিশোরী ও নারীদের আগামীর নেতা হিসেবে গড়ে তুলতে তাদের সক্ষমতা বৃদ্ধির জন্য কাজ করে যাচ্ছেন তানজিল। ২০১২ সালে সক্রিয়ভাবে নানারকম সামাজিক কর্মকাণ্ডে জড়িয়ে পড়েন তানজিল। ২০১৫ সালে চট্টগ্রামে জাগো ফাউন্ডেশনের ইউথ উইং ভলানটিয়ার্স ফর বাংলাদেশের সভাপতির দায়িত্বে থাকার সময় তরুণ স্বেচ্ছাসেবীদের সঙ্গে নিয়ে বহু সমাজসেবামূলক কার্যক্রম পরিচালনা করেন। আগামী দিনগুলোতে কক্সবাজারের নারী ও শিশু নিয়ে ব্যাপকভাবে কাজ করতে আগ্রহী বলে জানালেন তানজিল। এ ছাড়া বাংলাদেশে সমাজসেবামূলক কাজের পাশাপাশি নারীর অধিকার প্রতিষ্ঠা ও সমাজে নারী-পুরুষ বৈষম্যের বিরুদ্ধেও সোচ্চার থাকতে চান এই তরুণী। বর্তমানে এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেনে অর্থনীতি বিষয়ে লেখাপড়া করছেন তানজিল। তানজিল সম্পর্কে মার্কিন পররাষ্ট্র দফতরের বিবৃতিতে বলা হয়েছে, ২৪ বছর বয়সী তানজিল বাংলাদেশের তারুণ্য ও সামাজিক পর্যায়ে উন্নয়নমূলক কার্যক্রমের পাশাপাশি নারীর অধিকার প্রতিষ্ঠায় কাজ করছেন, ব্যক্তিগতভাবেও লিঙ্গবৈষম্যকে মোকাবিলা করে চলেছেন তিনি। তানজিল ফেরদৌস ছাড়াও ২০১৮ সালে আরও যারা ‘উদীয়মান তরুণ নেতৃত্ব পুরস্কার’ পাচ্ছেন তারা হলেন ইরাকের সারা আবদুল্লাহ আবদুল রহমান, ইন্দোনেশিয়ার ডিওভিও আলফাতহ, তুরস্কের ইসি সিফতসি, লিথুনিয়া জিনা সেলিম হামু, পাকিস্তানের দানিয়া হাসান, নরওয়ের ন্যান্সি হার্জ, দক্ষিণ আফ্রিকার ইসাসিফিনকোসি এমডিংগি, পানামার জোসে রদ্রিগুয়েজ ও তাজিকিস্তানের ফিরুজ ইয়োগবেকোভ।

সর্বশেষ খবর