শনিবার, ১৯ মে, ২০১৮ ০০:০০ টা

ডিএনএ দিয়ে অপরাধী শনাক্তকরণ

ডিএনএ দিয়ে  অপরাধী শনাক্তকরণ

অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার করে পুলিশ অপরাধী বের করছে অনেক আগে থেকেই। সেই তালিকায় নতুন একটি সংযোজন এলো এবার। কানাডীয় পুলিশ ডিএনএ ব্যবহার করে নিখোঁজ ব্যক্তির সম্ভাব্য ছবি তৈরির চেষ্টা চালাচ্ছেন তারা। গেল বছর বড় দিনের আগের রাতে তারা একটি ময়লার ঝুড়িতে একটি মৃত শিশুকন্যার মরদেহ খুঁজে পায়। এখন পর্যন্ত বাচ্চাটির মাকে  খুঁজে বের করতে পারেনি পুলিশ। আর তাই ঠিক কী কারণে তার মরদেহ ময়লার ঝুড়িতে ফেলে যাওয়া হয়েছিল সে হদিসও বের করতে ব্যর্থ হয়েছে তারা। এবং বাচ্চাটিকে যখন ময়লার ঝুড়িতে  ফেলে যাওয়া হয়েছিল, ঠিক সেই মুহূর্তে সে জীবিত ছিল নাকি ইতিমধ্যেই মারা গিয়েছিল এমন বিষয়গুলোও পরিষ্কার নয় কারও কাছে। এ সব প্রশ্নের উত্তর তখনই পাওয়া যাবে যখন কানাডিয়ান পুলিশ খুঁজে বের করতে পারবে বাচ্চাটির মাকে। আর এই জন্য তারা সাহায্য নিচ্ছে ‘ফেনোটাইপিং’ নামক প্রযুক্তির। সেই লক্ষ্যে ভার্জিনিয়া- কেন্দ্রিক একটি কোম্পানিকে তলব করেছে তারা, যারা বাচ্চাটির ডিএনএ বিশ্লেষণের মাধ্যমে তার মায়ের সম্ভাব্য মুখচ্ছবি ফুটিয়ে তুলবে। বলাই বাহুল্য, ডিএনএ ব্যবহার করে এ ধরনের নোটাইপিং যদি সত্যিই সম্ভব হয় তবে অপরাধবিজ্ঞানের জন্য নতুন একটি মাইল ফলক রচিত হবে।  আর তার ফলে পৃথিবীতে ক্রাইমের পরিমাণও হ্রাস পাবে উল্লেখযোগ্য হারে।

সর্বশেষ খবর