শনিবার, ৩০ জুন, ২০১৮ ০০:০০ টা

অমূত বচন

রবীন্দ্রনাথ ঠাকুর

পৃথিবীর সবচেয়ে বড় দূরত্ব কোনটি জান? নাহ, জীবন থেকে মৃত্যু পর্যন্ত, উত্তরটা সঠিক নয়। সবচেয়ে বড় দূরত্ব হলো যখন আমি তোমার সামনে থাকি, কিন্তু তুমি জান না যে আমি তোমাকে কতটা ভালোবাসি।

 

উইলিয়াম শেকসপিয়র

আমি সবসময় নিজেকে সুখী ভাবি, কারণ আমি কখনো কারও কাছে কিছু প্রত্যাশা করি না, কারও কাছে কিছু প্রত্যাশা করাটা সবসময়ই দুঃখের কারণ হয়ে দাঁড়ায়।

 

হুমায়ূন আহমেদ

মানুষের সঙ্গে গাছের অনেক মিল আছে। সবচেয়ে বড় মিল হলো, গাছের মতো মানুষেরও শিকড় আছে। শিকড় উপড়ে ফেললে গাছের মৃত্যু হয়, মানুষেরও এক ধরনের মৃত্যু হয়। মানুষের নিয়তি হচ্ছে তাকে অনেক ক্ষুদ্র ক্ষুদ্র মৃত্যুর ভিতর দিয়ে অগ্রসর হতে হয় চূড়ান্ত মৃত্যুর দিকে।

 

এ পি জে আবদুল কালাম

যদি তুমি তোমার কাজকে স্যালুট কর, দেখো তোমায় আর কাউকে স্যালুট করতে হবে না। কিন্তু তুমি যদি তোমার কাজকে অসম্মান কর, অমর্যাদা কর, ফাকি দাও, তাহলে তোমায় সবাইকে স্যালুট করতে হবে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর