Bangladesh Pratidin

প্রকাশ : শনিবার, ৩০ জুন, ২০১৮ ০০:০০ টা প্রিন্ট ভার্সন আপলোড : ২৯ জুন, ২০১৮ ২২:১৫
সীমানা পেরিয়ে
বিশ্বদরবারে শিশু শাহাদাত
শনিবারের সকাল ডেস্ক
বিশ্বদরবারে শিশু শাহাদাত
bd-pratidin

গত সাত বছরে বিভিন্ন ছবি এঁকে অর্জন করেছে দেশ ও বিদেশের অসংখ্য পুরস্কার। জিতেছে জাপান থেকে সিলভার অ্যাওয়ার্ড।

২০১৬ সালে বুলগেরিয়ায় আন্তর্জাতিক এক প্রতিযোগিতায় তৃতীয় স্থান অর্জন করে পেয়েছে সম্মাননা।

 

বিশ্ব দরবারে শিশু শাহাদাত অর্জন করে যাচ্ছে অনন্য সম্মান। বাবার উৎসাহে মাত্র তিন বছর বয়সে ছবি আঁকার হাতেখড়ি তার। সব সময় ছবি আঁকতে ভালোবাসে সে। গত সাত বছরে বিভিন্ন ছবি এঁকে অর্জন করেছে দেশ ও বিদেশের অসংখ্য পুরস্কার। জিতেছে জাপান থেকে সিলভার অ্যাওয়ার্ড। ২০১৬ সালে বুলগেরিয়ায় আন্তর্জাতিক এক প্রতিযোগিতায় তৃতীয় স্থান অর্জন করে পেয়েছে সম্মাননা। পুরস্কার পওয়া তার অব্যাহত আছেই। এরই ধারাবাহিকতায় সম্প্রতি অস্ট্রেলিয়াভিত্তিক সংস্থা ওশান জিওগ্রাফি সোসাইটি আয়োজিত সেলিব্রেট দ্য সি-২০১৮ প্রতিযোগিতায় বিশ্বের ৬৮টি দেশের প্রতিযোগীদের সঙ্গে লড়াই করে শাহাদাত। এই প্রতিযোগিতায়ও নিজের যোগ্যতা প্রমাণ করেছে শাহাদাত। সেখানে ৩য় স্থান অর্জন করেছে বাংলাদেশের এই কিশোর আঁকিয়ে। অথচ এই শাহাদাতের বয়স মাত্র নয় বছর। এর আগে সেলিব্রেট দ্য সি-২০১৮ প্রতিযোগিতায় বাংলাদেশ থেকে নির্বাচিত হয় শাহাদাত। সে সেখানে বাংলাদেশের প্রতিনিধি হিসেবে অংশ নেয়। এর আগে তার আঁকা ছবি দেখে ওশান জিওগ্রাফি সোসাইটি প্রতিযোগিতায় অংশ নিতে তাকে আমন্ত্রণ জানায়। এই প্রতিযোগিতার ছবি আঁকার বিষয় নির্ধারিত ছিল ‘পরিবেশে প্লাস্টিক পণ্যের বিরূপ প্রভাব’। পুরস্কারপ্রাপ্ত বাংলাদেশি ছবিটিতে দুটি অংশ দেখানো হয়েছে- একটি অংশে সমুদ্রের নান্দনিক দৃশ্য এবং অন্য অংশে প্লাস্টিক বর্জ্য নিক্ষেপের ফলে বিরূপ প্রতিক্রিয়া। প্রতিযোগিতায় শাহাদাত কানাডা, অস্ট্রেলিয়া, আমেরিকা ও অন্যান্য দেশের প্রতিযোগীদের সঙ্গে অংশ নেয়। সবাইকে পেছনে ফেলে ৩য় স্থানও অর্জন করে। গত ২৯ মার্চ ইন্দোনেশিয়ার মানাদোতে অনুষ্ঠিত হয় এ প্রতিযোগিতা। তার জন্ম ও বেড়ে ওঠা রাজধানী ঢাকার ধানমন্ডিতে। সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে চতুর্থ শ্রেণিতে পড়ছে  শাহাদাত। বাবা শওগাত হোসেন ব্যবসায়ী, মা ইয়াসমিন আরা গৃহিণী। শাহাদাতের আঁকাআঁকি শুধু দেশের আঙ্গিনায় সীমাবদ্ধ থাকেনি, আন্তর্জাতিক অঙ্গনেও সাড়া ফেলেছে তার আঁকা ছবি।

এই পাতার আরো খবর
সর্বাধিক পঠিত
up-arrow