শনিবার, ৩০ জুন, ২০১৮ ০০:০০ টা
ফ্যাক্ট ফাইল

বিশ্ব ফুটবল

বিশ্ব ফুটবল

►►১৫২৬ : ফুটবল ম্যাচে প্রথম বুটের প্রচলন হয়।

►►  ১৫৮০ : মহিলাদের ফুটবলে অংশগ্রহণ।

ফুটবলে গোলের ব্যবহার শুরু হয়েছিল ষোড়শ শতাব্দীর শেষের দিকে।

►►  স্কটল্যান্ডের এডিনবার্গে (১৮২৪-৪১) প্রথম ফুটবল ক্লাব প্রতিষ্ঠিত হয়। ক্লাবটির নাম ছিল Foot-Ball Club।

►►  অবিশ্বাস্য হলেও সত্য প্রথম দিকে ফুটবল তৈরি করা হতো শূকরের মূত্রথলি দিয়ে।

►►   ১৮৭০ সালের ৫ই মার্চ প্রথম আন্তর্জাতিক ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়। ইংল্যান্ড ও স্কটল্যান্ডের মধ্যকার খেলাটি ০-০ গোলে ড্র হয়।

►► ১৮৭২ সালে ফিফা স্বীকৃত প্রথম আন্তর্জাতিক ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়। ইংল্যান্ড ও স্কটল্যান্ডের মধ্যকার খেলাটি ০-০ গোলে ড্র হয়।

►► ১৮৯০ : প্রথম গোলপোস্টের পেছনে জাল ব্যবহার করা হয়।

►► ১৮৯১ : সর্বপ্রথম পেনাল্টি কিকের নিয়ম চালু হয়।

►► ১৯০৪ : ২১ মে বিশ্ব ফুটবলের সর্বোচ্চ সংস্থা FIFA প্রতিষ্ঠিত হয়।

১৯৩০ : প্রথম বিশ্বকাপ ফুটবল অনুষ্ঠিত হয়।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর