শনিবার, ১১ আগস্ট, ২০১৮ ০০:০০ টা

রহস্যময় রেডিও সিগন্যাল

রহস্যময় রেডিও সিগন্যাল

সৌরজগৎ নিয়ে মানুষের জল্পনা-কল্পনার শেষ নেই। এ নিয়ে বহু আগেই গবেষণা শুরু করেছে নাসা। অন্যদিকে, সম্প্রতি অনেক ছবিই সোশ্যাল মিডিয়ায় উঠে আসে, যার আদতে কোনো ব্যাখ্যা না থাকলেও ভাইরাল হয়ে যায় যে কোনো সময়। এবার সেরকমই একটি ঘটনা প্রকাশ্যে এসেছে। তুলে এনেছে অনেক প্রশ্ন। কানাডিয়ান রেডিও টেলিস্কোপে কোনো এক রহস্যজনক সিগন্যাল ধরা পড়েছে। ইউএসএ ডট কম এর রিপোর্ট অনুযায়ী, মনে করা হচ্ছে এই পৃথিবীর বাইরের কোনো অবস্থান থেকে এসেছে ওই সিগন্যাল। জানা গেছে, কয়েক মিলিসেকেন্ড স্থায়ী হয়েছিল সেই সিগন্যাল। এটি একটি ফাস্ট রেডিও বার্স্ট বলে উল্লেখ করা হচ্ছে। বছর দশেক আগে এই ধরনের রেডিও সিগন্যাল প্রথম ধরা পড়েছিল। কিন্তু এর উৎস কোথায়, তা এখনো স্পষ্টভাবে জানাতে পারেননি বিজ্ঞানীরা। তবে এই গ্যালাক্সি বাইরে থেকেই ওই সিগন্যাল আসে বলে অনুমান করা হয়। এই রহস্যজনক রেডিও সিগন্যালের ফ্রিকুয়েন্সি ৭০০ MHz. The Canadian Hydrogen Intensity Mapping Experiment-এর টেলিস্কোপে ধরা পড়েছে এটি। রিপোর্ট বলছে হতে পারে এই সিগন্যাল কেন নিউট্রন স্টার  থেকে আসছে। কিংবা ব্ল্যাক হোলে কোনো বিস্ফোরণ বা এলিয়েনের উপস্থিতির সিগন্যালও হতে পারে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর