শনিবার, ১ সেপ্টেম্বর, ২০১৮ ০০:০০ টা

মঙ্গলগ্রহের বসতবাড়ি

শনিবারের সকাল ডেস্ক

মঙ্গলগ্রহের বসতবাড়ি

মঙ্গলগ্রহে বসবাস করার প্রত্যাশা মানুষের অনেক আগে থেকেই। যদিও এই ভাবনা বাস্তবায়ন হতে এখনো অনেক দেরি। কিন্তু মানুষের চিন্তা থেমে নেই। যদি কখনো সত্যি সত্যিই মঙ্গলগ্রহে মানুষের বসতি স্থাপন করতে হয়, তাহলে কেমন হতে পারে সে বাসস্থানগুলো! কী দিয়ে নির্মিত হতে পারে বাড়িঘরগুলো! কেমন হবে নকশা! কী কী সুযোগ-সুবিধা থাকতে হবে সেখানে! এসব নিয়ে চলছে গবেষণা। কয়েক বছর আগে ২০১৫ সালে মহাকাশ গবেষণা সংস্থা নাসা  একটি প্রতিযোগিতার আয়োজন করে। সর্বমোট ২৫ লাখ মার্কিন ডলার পুরস্কারের এই প্রতিযোগিতার উদ্দেশ্য ছিল মঙ্গলগ্রহে বসবাসের উপযোগী এমন ধরনের স্বয়ংসম্পূর্ণ বাসস্থানের পরিকল্পনা ও নকশা তৈরি করা। যা মঙ্গলগ্রহে পাওয়া বিভিন্ন প্রাকৃতিক পদার্থকে পুনঃপ্রক্রিয়াজাত করে সম্পূর্ণ থ্রিডি প্রিন্টিংয়ের মাধ্যমে নির্মাণ করা সম্ভব হবে। প্রতিযোগিতাটিকে কয়েকটি ধাপে ভাগ করা হয়। প্রথম ধাপে ছিল সর্বাধুনিক প্রযুক্তি ব্যবহার করে থ্রিডি প্রিন্টিংয়ের উপযোগী বাসস্থানের স্থাপত্য মডেল উপস্থাপন করা। দ্বিতীয় ধাপে ছিল বাসস্থানে নির্মাণের প্রযুক্তি উদ্ভাবন করা, যেখানে বাসস্থানের মূল কাঠামো নির্মিত হবে থ্রিডি প্রিন্টারের সাহায্যে। আর সর্বশেষ ধাপটিতে যুক্তরাষ্ট্রভিত্তিক স্থপতি ও প্রকৌশলীদের বিভিন্ন দলকে আহ্বান জানানো হয়।

পৃথিবীর যে কোনো দেশ থেকেই এই প্রতিযোগিতায় অংশ নেওয়া যায়। ভবিষ্যতেও এ ধরনের প্রতিযোগিতার আয়োজন করা হবে যাতে করে মানব বসতি স্থাপনের সর্বোচ্চ প্রক্রিয়াটি উদ্ভাবন করা সম্ভব হয়।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর