শনিবার, ১৫ সেপ্টেম্বর, ২০১৮ ০০:০০ টা
যুক্তরাষ্ট্রে ব্রেকথ্রু প্রতিযোগিতা

বাংলাদেশি আয়েশার বিজ্ঞানে সাফল্য

শনিবারের সকাল ডেস্ক

বাংলাদেশি আয়েশার বিজ্ঞানে সাফল্য

আয়েশা আহমেদ। জ্বলজ্বলে তারকার মতো আলোকিত একটি নাম। যে নামের ঔজ্জ্বল্যে আলোকিত হয়েছে আমাদের প্রিয় দেশ। প্রবাসে বাংলাদেশকে মহিমান্বিত করেছে। গৌরবান্বিত করেছে তার মা-বাবাকে। আয়েশা আহমেদ আবারও আন্তর্জাতিক বিজ্ঞান প্রতিযোগিতায় সাফল্য দেখিয়েছেন। যুক্তরাষ্ট্রভিত্তিক ২০১৮ জুনিয়র ব্রেকথ্রু বিজ্ঞান প্রতিযোগিতায় সেমি ফাইনালে উঠেছে। বিশ্বের প্রায় ১৭০টি দেশের ১১ হাজারেরও অধিক এই প্রতিযোগিতায় অংশ নেয়। বিশ্ববিখ্যাত এই প্রতিযোগিতায় সে লাল-সবুজের প্রতিনিধি। তার বিজয় আমাদের বিজয়। এই প্রতিযোগিতার এখন সে পপুলার ভোটিং রাউন্ডে আছেন। আয়েশা সবার কাছে ভোট প্রত্যাশী। ফেসবুকের একটা ভিডিও লিংকটাতে গিয়ে লাইক, লাভ, ওয়াও কিক করলেই একটি ভোট পাবেন আশেয়া। এই ভিডিওটা ফেসবুকে শেয়ার করলে আরও একটি ভোট জমা হবে আশেয়ার ঝুলিতে।

বর্তমানে তিনি প্রতিযোগিতায় অনলাইন ভোটের আওতায় রয়েছেন। চলবে ২০ সেপ্টেম্বর পর্যন্ত। ২০১৭ সালের এই প্রতিযোগিতায় আয়েশা সেমিফাইনালে উঠেছিলেন। অল্প কিছু ভোটিংয়ের জন্য ফাইনালে উঠতে পারেননি। আয়েশার বাবা মুনীর আহমেদ আবুধাবিতে উচ্চপদস্থ ব্যাংক কর্মকর্তা ও কনসালট্যান্ট। বাবার চাকরি সুবাদে আয়েশা আবুধাবির সৈফাত স্কুলে গ্রেড ১২ পর্যন্ত পড়াশোনা করেছেন। আয়েশার গ্রামের বাড়ি বরিশাল। দেশের প্রতি অগাধ টান ও ভালোবাসা থেকে প্রায় প্রতি বছর তারা দেশে বেড়াতে আসেন। বড় হয়ে দেশের সুনাম অর্জনে কাজ করার ইচ্ছা তার। আয়েশা বর্তমানে অষ্ট্রেলিয়ার মেলবোর্ন বিশ্ববিদ্যালয়ে কম্পিউটার সাইন্স বিষয়ে অধ্যয়ন করছেন। আয়েশার পছন্দের বিষয় গণিত, মহাকাশ ও পদার্থবিদ্যা।

 

সর্বশেষ খবর