শনিবার, ২৯ সেপ্টেম্বর, ২০১৮ ০০:০০ টা

জীববিজ্ঞান অলিম্পিয়াডে অদ্বিতীয় নাগ

শনিবারের সকাল ডেস্ক

জীববিজ্ঞান অলিম্পিয়াডে অদ্বিতীয় নাগ

সাফল্যের প্রতিটি স্তরের স্বাদ পেতে হবে বাঙালিকে। সে পৃথিবীর যে প্রান্ত থেকেই ছিনিয়ে আনতে হোক না কেন, নিজের ঝুলিতে তুলতে হবে সে জয়ের মুকুট। যারা দেশের গৌরবার্জনে এক বুক স্বপ্ন লালন পালন করতে পারে তাদের কাছে ‘আগে হয়নি বলে এখন হবে না’ কথার ভিত্তি নেই। তাই তো ইরানে আয়োজিত জীববিজ্ঞান অলিম্পিয়াডের ২৯তম আসরে বাংলাদেশের এক সন্তান এনে দিল জয়ের আনন্দ। এসএফএক্স গ্রিনহেরাল্ড ইন্টারন্যাশনাল স্কুলের ছাত্র অদ্বিতীয় নাগ বাংলাদেশকে এনে দিল ব্রোঞ্জ মেডেল পাওয়ার গর্ব! তার হাত ধরেই এলো আন্তর্জাতিক জীববিজ্ঞান অলিম্পিয়াডে বাংলাদেশের প্রথম পদক! ২২ জুলাই অদ্বিতীয়র মাধ্যমে এই গৌরব আসে। এ বছর ইরানে আয়োজিত আন্তর্জাতিক জীববিজ্ঞান অলিম্পিয়াডে অংশগ্রহণ করেছিল বাংলাদেশের চারটি স্কুল। জুলাই-এর ১৫ থেকে ২২ তারিখ পর্যন্ত চলতে থাকা এই অলিম্পিয়াডে বাংলাদেশের প্রতিনিধিত্ব করেন এসএফএক্স গ্রিনহেরাল্ড ইন্টারন্যাশনাল স্কুলের অদ্বিতীয় নাগ, ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের প্রকৃতি প্রযুক্তি, ইন্টারন্যাশনাল টার্কিশ হোপ স্কুলের মো. বায়েজিদ মিয়া এবং সরকারি এম এম সিটি কলেজের মো. তামজিদ হোসেন তানিম।  অলিম্পিয়াডের প্রথম আসর অনুষ্ঠিত হয়েছিল চেক রিপাবলিকে ১৯৯০ সালের জুলাইয়ে। এ বছর প্রতিযোগিতার আয়োজন করে ইরানের শিক্ষা মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে তারবিয়া  মোদারেস বিশ্ববিদ্যালয়। এ আসরে বাংলাদেশের প্রতিনিধিত্বকারী চার খুদে জীববিজ্ঞানীর দলনেতা হিসেবে ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. রাখহরি সরকার। উপ-দলনেতা হিসেবে ছিলেন অধ্যাপক ডা. গাজী মো. জাকির  হোসেন। এ বছর আন্তর্জাতিক জীববিজ্ঞান অলিম্পিয়াডে বিশ্বের ৭৮টি দেশ থেকে ২৬০ জন অংশগ্রহণ করেন। বাংলাদেশ ২০১৬ সাল থেকে আন্তর্জাতিক জীববিজ্ঞান অলিম্পিয়াডে অংশ নিচ্ছে। সম্প্রতি রোমানিয়ায় অনুষ্ঠিত আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াডের ৫৯তম আসরে বাংলাদেশের প্রথম স্বর্ণপদক এসেছিল চট্টগ্রামের ক্যান্টনমেন্ট ইংলিশ স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী আহমেদ জাওয়াদ চৌধুরীর হাত দিয়ে। জাওয়াদ মোট ৪২ নম্বরের পরীক্ষায় পেয়েছিলেন ৩২ নম্বর।

সর্বশেষ খবর