শনিবার, ২৯ সেপ্টেম্বর, ২০১৮ ০০:০০ টা

ভার্চুয়াল রিয়েলিটি

নতুন অভিজ্ঞতা দেবে ফেসবুক

শনিবারের সকাল ডেস্ক

ভার্চুয়াল রিয়েলিটি

নতুনত্বের ব্যাপারে ফেসবুক কখনই পিছিয়ে থাকতে রাজি নয়। তাই তো নতুন আলোড়ন তুলতে এবার নিয়ে আসছে একটি ভার্চুয়াল রিয়েলিটি হেডসেট, নাম অকুলাস কোয়েস্ট। ফেসবুক কর্তৃপক্ষ প্রত্যাশা করছে, এই হেডসেটের মাধ্যমে ভিআর শিল্প খাত পুনরুজ্জীবিত হবে। হেডসেটটির বিষয়ে স্বয়ং ফেসবুকের প্রধান নির্বাহী মার্ক জুকারবার্গও অনেক বেশি আশাবাদী। তিনি জানিয়েছেন, তাদের তৈরি অকুলাস কোয়েস্ট ভিআরের ক্ষেত্রে এমন কিছু অভিজ্ঞতা দেবে, যা আগে পাওয়া এতটা সহজ ছিল না। আগে এর জন্য উচ্চশক্তিসম্পন্ন কম্পিউটারের সঙ্গে ভিআর ডিভাইস যুক্ত করতে হতো। কিন্তু নতুন  হেডসেটটিতে সেসবের প্রয়োজন নেই। ডিভাইসটি ২০১৯ সালের বসন্তে বাজারে ছাড়া হবে। দাম হবে ৩৯৯ মার্কিন ডলার। বিবিসি অনলাইনের এক প্রতিবেদনে জানানো হয়, যুক্তরাষ্ট্রের সান হোসের এক অনুষ্ঠানে মার্ক জুকারবার্গ বলেছেন, ১০০ কোটি মানুষ ভিআর ব্যবহার করবে-এমন লক্ষ্য নিয়ে কাজ শুরু হয়েছে। অপরদিকে বাজার বিশ্লেষকেরা বলছেন, ভিআর যন্ত্রের বিক্রি কমে যাওয়ার পূর্বাভাস রয়েছে। বাজার গবেষণা প্রতিষ্ঠান আইডিসির গবেষক ব্রায়ান বলেন, ‘পরিষ্কার বোঝা যায়, ভিআর শিল্প খাত উঠে দাঁড়াতে পারবে না। এ বছর হেডসেট বাজারে আসার হার ২৩ শতাংশে পৌঁছাতে পারে।’ বাজার গবেষকেরা জানান, গত বছর অকুলাস গো হেডসেট বাজারে ছেড়েছিল ১৯৯ মার্কিন ডলারে। বিক্রি হয়েছিল প্রত্যাশার চেয়ে কম। ভিআর হেডসেটের ক্ষেত্রে বড় সমস্যা হচ্ছে উপযোগী কনটেন্ট কম। ফেসবুক ও ইউটিউব কিছু কনটেন্ট নিয়ে কাজ করছে। এতে ব্যবহারকারী ছয় ডিগ্রি পর্যন্ত স্বাধীনতা পাবেন। অর্থাৎ ভিআর জগতে তিনি কিছুটা নড়াচড়ার সুযোগ পাবেন।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর