শনিবার, ২ মার্চ, ২০১৯ ০০:০০ টা

দেশের প্রথম নারী সম্পাদক ঊর্মিলা সিংহ

মহিউদ্দিন মোল্লা, কুমিল্লা

দেশের প্রথম নারী সম্পাদক ঊর্মিলা সিংহ

১৮৯৬ সালে ত্রিপুরা হিতৈষী প্রকাশিত হয়। আমোদ পত্রিকার সম্পাদক শামসুননাহার রাব্বী তার ‘ভালোবাসার পাঁচ দশক’ গ্রন্থে লেখেন, গুরু দয়াল সিংহ ত্রিপুরা হিতৈষীর প্রকাশক ও প্রতিষ্ঠাতা সম্পাদক

 

দেশের প্রথম নারী সম্পাদক কুমিল্লার ঊর্মিলা সিংহ। কুমিল্লা থেকে ১৮৯৬ সালে প্রকাশিত ত্রিপুরা হিতৈষী পত্রিকার সম্পাদক ছিলেন। তিনি শুধু পত্রিকা সম্পাদনা করেননি। অল্প বয়সে স্বামীহারা হয়ে পরিবারের দায়িত্ব নেন। তিনি সমাজসেবায়ও জড়িত ছিলেন। ব্রিটিশবিরোধী আন্দোলনে তিনি ভূমিকা রাখেন। সূত্র মতে, মামুন সিদ্দিকীর ‘রজতনাথ নন্দী : জীবনী ও সাংবাদিকতা’ গ্রন্থে উল্লেখ করা হয় ১৮৯৬ সালে ত্রিপুরা হিতৈষী প্রকাশিত হয়। আমোদ পত্রিকার সম্পাদক শামসুননাহার রাব্বী তার ‘ভালোবাসার পাঁচ দশক’ গ্রন্থে লেখেন, গুরু দয়াল সিংহ ত্রিপুরা হিতৈষীর প্রকাশক ও প্রতিষ্ঠাতা সম্পাদক। তিনি ১৯০৯ সালে মারা যান। এরপর ছেলে কমনীয় রায় সিংহ ১৯২৪ সালে মারা যান। কমনীয় রায় সিংহ মাত্র ৩৪ বছর বয়সে মারা যান। তার পর পত্রিকার হাল ধরেন ঊর্মিলা সিংহ। তিনি ১৯৫৩ সাল পর্যন্ত এটা সম্পাদনা করেন। ঊর্মিলা সিংহের বিস্তারিত জীবনবৃত্তান্ত পাওয়া যায়নি। তাদের বসবাস ছিল কুমিলøা নগরীর তালপুকুরপাড়ের পশ্চিম পাড়ে। তার চার ছেলে ও তিন মেয়ে ছিল। দ্বিতীয় ছেলে দিলীপ কুমার সিংহের ছেলে বাসসের সাবেক নিউজ কনসালটেন্ট সাংবাদিক প্রদীপ সিংহ রায় মুকুট বলেন, ময়মনসিংহের কিশোরগঞ্জে তার জন্ম। পড়ালেখা করেছেন ময়মনসিংহের বিদ্যাময়ী হাইস্কুলে। তিনি শুধু সম্পাদক ছিলেন না। তিনি ব্রিটিশবিরোধী আন্দোলনেও অংশ নেন। কুমিলøার জেলা ম্যাজিস্ট্রেট হত্যাকারী দুই কিশোরী শান্তি ও সুনীতি তার বাসার পেছনে থাকতেন। ১৯৩৯ সালে ১৪ ডিসেম্বর জেলা ম্যাজিস্ট্রেট স্টিফেন্সকে হত্যার পর তারা গুলি এনে তার কাছে জমা দেন। তিনি পান খেতেন। পুলিশ এলে পানের বাটার ভেতরে গুলি রেখে তিনি পান চিবুতে থাকেন। আমোদ পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক মোহাম্মদ ফজলে রাব্বী তার ‘কাগজের নৌকা’ গ্রন্থে, তিতাশ চৌধুরী তার ‘সংবাদপত্র ও সাময়িকী, কুমিল্লা জেলার ইতিহাস’ গ্রন্থে, শিরোনাম সম্পাদক নীতিশ সাহা তার ‘কুমিল্লার সংবাদপত্র ও সাংবাদিকতা : সমস্যা-সম্ভাবনা’ প্রবন্ধে উল্লেখ করেন, তৎকালীন ত্রিপুরা তথা কুমিল্লা জেলার প্রথম মহিলা সম্পাদক ঊর্মিলা সিংহ। দেশের সংবাদপত্র ইতিহাস খতিয়ে দেখলে দেখা যায় ঊর্মিলা সিংহ শুধু কুমিল্লার নয়, সারা বাংলাদেশেরও প্রথম মহিলা সম্পাদক। তিনি ১৯৬৩ সালে কলকাতায় ছেলে অজয় সিংহ রায়ের বাসায় মৃত্যুবরণ করেন। এই গুণী নারীর অবদান এখন বিস্মৃতির পথে।

সর্বশেষ খবর