রিমোট কন্ট্রোল যুদ্ধবিমান তৈরি করে সাড়া ফেলেছেন দিনাজপুরের রোশান চৌধুরী নামে এক কিশোর। যুদ্ধবিমানটি পরীক্ষামূলক উড্ডয়ন করা হয়েছে। রোশানের তৈরি যুদ্ধবিমানটি উড্ডয়নের সময় দেখার জন্য দর্শনার্থীরা ভিড় করেন। রোশান চৌধুরী সদর উপজেলার বাহাদুর বাজার এলাকার মইনুল চৌধুরীর ছেলে। তিনি দিনাজপুর সাউথ পয়েন্ট স্কুল অ্যান্ড কলেজের বিজ্ঞান বিভাগের দশম শ্রেণির ছাত্র।
জানা যায়, রোশান চৌধুরীর আবিষ্কৃত ছোট্ট জেড বিমানের ওজন ১৫০০ গ্রাম, দৈর্ঘ্য ৫৪ ইঞ্চি ও প্রস্থ ৪২ ইঞ্চি। বিমানটিতে ডেপ্রোন শিট, সার্ভো, ফ্লাইট কন্ট্রোলার, লিপো ব্যাটারি, ইএসসি, ইডিএফ মোটর ব্যবহার করা হয়েছে। মোটরের স্পিড নিয়ন্ত্রণ করার জন্য আরও চারটি ইলেকট্রিক সার্ভো মোটর যোগ করা হয়। বিমানটি দেড় কিলোমিটার রেঞ্জ পর্যন্ত চলতে পারবে। প্রযুক্তি ব্যবহার করলে রেঞ্জ আরও বাড়ানো সম্ভব বলে জানা গেছে।
রিমোট কন্ট্রোল যুদ্ধবিমানের উদ্ভাবক রোশান চৌধুরী বলেন, এর আগে রোবট তৈরি করেছি। যার মধ্যে মার্স রোভার, আরডুইনো প্রজেক্ট অন্যতম। আগে ইউটিউব দেখে বানালেও এটা আমার ডিজাইন করা। এটি বানাতে খরচ হয়েছে ২০ হাজার টাকা। সরকার চাইলে পূর্ণাঙ্গ যুদ্ধবিমান তৈরি করতে পারব।
রোশান চৌধুরীর মা-বাবা জানান, দুই ছেলেমেয়ের মধ্যে রোশান ছোট। ছোটবেলা থেকেই রোশানের নতুন কিছু তৈরি করার আগ্রহ ছিল। ছোটবেলায় খেলনা কিনে দিলেই বাড়ি এসে সেই খেলনা খুলে নতুন করে তৈরি করা ছিল তার নেশা। করোনাকালীন স্কুল বন্ধ থাকায় সেই সময় চাঁদে পাঠানো মার্স রোবট তৈরি করেছিল। তার মধ্যে নতুন কিছু তৈরির নেশা রয়েছে।