২০ অক্টোবর, ২০১৫ ১৩:৫২

একটি ভোট অভিজ্ঞতা

শওগাত আলী সাগর

একটি ভোট অভিজ্ঞতা

ভোটকেন্দ্রের সামনে কোনো জটলা নেই, প্রার্থীদের লোকজনের ট্যানা হ্যাচড়া নেই। পুলিশ-আনসার নেই। কক্ষটার সামনে যেতেই একজন সুন্দরী তরুণী মিষ্টি হাসিতে সবটুকু আন্তরিকতা ঢেলে দিয়ে জানতে চাইলো, ক্যান আই সি ইউর আইডি প্লিজ। আইডিটা নিয়ে ভোটার তালিকায় নামের সাথে মিলিয়ে একটা টেবিল দেখিয়ে বললো, প্লিজ ওইখানটায়।

আমার সাথে বর্ণমালা, কথামালা। কথামালা সকালেই বলে রেখেছিলো, আই ওয়ান্ট টু সি হাউ ডু ইউ ভোট।

অভ্যর্থনা জানানো তরুণীটির কাছে জানতে চাইলাম, ক্যান দে কাম উইথ মি? দে ওয়ান্ট টু সি দ্যা ভোটিং প্রসেস।

: গিভ মি অ্যা মোমেন্ট, বলেই একজন কর্মকর্তার কাছ ছুটে গেলো। পরমুহূর্তেই ফিরে এসে জানালো, ইয়েস, দে ক্যান কাম। 

সংশ্লিষ্ট কর্মকর্তা ব্যালট পেপার আমার হাতে তুলে দিতে দিতে কথাকে প্রশ্ন করলো: ডু ইউ ওয়ান্ট টু ভোট?

: আ্যাম আই এলাউড টু, কথার তাৎক্ষণিক জবাব।

: ডু ইউ হ্যাভ ড্রাইভিং লাইসেন্স?

: নট ইয়েট।

: ওয়েল, হোয়েনএভার ইউ হ্যাভ ড্রাইভিং লাইসেন্স- ইউ ক্যান ভোট। সরি ফর নাউ।

ব্যালট পেপারটা হাতে নিয়ে পোলিং বুথে ঢুকে গেলাম। সাথে বর্ণ, কথা দুজনেই। 'ক্যান আই মার্ক দ্যা ব্যালট- অন ইউর বিহাফ। আই নো হোম ইউ উইল ভোট। আই ক্যান রিড ইউর মাইন্ড।

পছন্দের প্রার্থীর নামের পাশে চিহ্নটা বসিয়ে ব্যালট পেপারটা মুড়ে কথার হাতেই দিয়ে দেই। 'ইউ ক্যান ড্রপ ইট ইন দ্যা বক্স।

কতোক্ষণ সময় লাগলো আমাদের? ১০ মিনিট হবে কি? মনে হলো না।

ভাবলাম ভোটকেন্দ্রে বর্ণ, কথার একটি ছবি তুলে রাখি। সেলফোনে ছবি তোলার প্রস্তুতি নিতেই বর্ণ বলে উঠলো, ইলেকশন রুলস ডোন্ট এলাউ ইউ টেকিং পিকচার ইনসাইড দ্যা পোলিং সেন্টার।
অগত্যা হাত গুটিয়ে ফেলা।
 

 

বিডি-প্রতিদিন/ ২০ অক্টোবর, ২০১৫/ রশিদা

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর