৯ ফেব্রুয়ারি, ২০১৬ ১০:২৫
আ-মরি বাংলা ভাষা

একুশ আমাদের পথের দিশা

সেলিনা হোসেন


একুশ আমাদের পথের দিশা

একুশে ফেব্রুয়ারি সাতচল্লিশোত্তর পূর্ববঙ্গে যে নতুন সাহিত্য ও চেতনার জন্ম দেয় সেই সংগ্রামী চেতনার চূড়ান্ত পরিণতি স্বাধীন এবং সার্বভৌম বাংলাদেশ। সাতচল্লিশে দেশ বিভাগের অব্যবহিত পরই বাংলাদেশের সাহিত্য এক রাজনৈতিক ঘূর্ণাবর্তে পতিত হয়। ধর্মের ভিত্তিতে দেশ ভাগের ঘটনা ছায়া ফেলে সাহিত্যের আঙিনায়ও। ১৯৫২-এর একুশে ফেব্রুয়ারি শহীদরা তাদের জীবনোৎসর্গ করে আমাদের পথের দিশা দিয়ে গেলেন। অমর একুশের ষাট বছর পেরিয়ে গেছে। মাতৃভাষার জন্য লড়াই করা জাতি হিসেবে পৃথিবীতে আমাদের পরিচয়। ২১ ফেব্রুয়ারি বিশ্বব্যাপী আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়। কিন্তু এ দিবসটির তাত্পর্য আমরা যথাযথ তুলে ধরতে পারিনি। এ জন্য সক্রিয়ভাবে আমাদের চেষ্টা করতে হবে। বাংলাদেশের সাহিত্য স্বতন্ত্র এবং স্বমহিমায় উদ্ভাসিত হওয়ার মধ্য দিয়ে। প্রমিত বাংলাটা তৈরি করা একুশের চেতনার অন্যতম উপাদান। তারপর আমাদের সাহিত্য থেকে একদমই ভিন্ন পশ্চিমবঙ্গের সঙ্গে তুলনায়। আজকের বাংলাদেশ তাদের নির্মিত নেই প্রমিত বাংলা ভাষার মর্যাদা নিয়েও গর্ব করতে পারে। আমাদের তরুণ লেখকরাও পূর্বসূরিদের হাতে সূচিত সেই ধারাকে আরও সমৃদ্ধ থেকে সমৃদ্ধ করছে, এগিয়ে নিয়ে যাচ্ছে। ভাষা আন্দোলন, মুক্তিযুদ্ধ এবং বাংলাদেশে বাংলা ভাষায় রচিত গুরুত্বপূর্ণ রচনাসমূহ অনুবাদ করে বিশ্বব্যাপী প্রচার করতে হবে। তা না হলে ভিন্ন ভাষী জনগোষ্ঠী আমাদের আন্দোলন, সংগ্রাম, ভাষা, সংস্কৃতি সম্পর্কে জানতে পারবে না। অন্যরা যদি বিষয়টি না জানে তাহলে কীভাবে তাদের চর্চার মধ্যে আনবে। এ বিষয়ে সরকারি ও বেসরকারি উদ্যোগে যোগ্য ব্যক্তি নির্বাচন করে গবেষণা, গ্রন্থ প্রণয়ন করা প্রয়োজন। জাতিসংঘ বাংলাদেশের প্রস্তাবে ২১ ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ঘোষণা করেছে। এ জন্য এ দিবসের তাত্পর্য সম্পর্কে জানানোর দায়িত্ব আমাদের। বিভিন্ন পোস্টার, লিফলেট, বুকলেট, বই, পত্র-পত্রিকাসহ তথ্যচিত্র নির্মাণ করা যেতে পারে। এগুলো বহির্বিশ্বে আমাদের দূতাবাসগুলোর মাধ্যমে প্রচার করতে হবে। বিভিন্ন দেশের বিশ্ববিদ্যালয়, ভাষা ইনস্টিটিউটগুলোতে সেগুলো পাঠাতে হবে। অন্যদিকে আমাদের ক্ষুদ্র জনগোষ্ঠীর ভাষা রক্ষায় মনোযোগ দিতে হবে। মাতৃভাষা প্রীতি দেশপ্রেমের অন্যতম প্রধান অংশ। 

লেখক : কথাশিল্পী

 

বিডি-প্রতিদিন/ ০৯ ফেব্রুয়ারি, ২০১৬/ রশিদা

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর