১৩ ফেব্রুয়ারি, ২০১৬ ১২:১৪
আ-মরি বাংলা ভাষা

শিশুরা যেন মাতৃভাষা ভালোভাবে শেখে

নাসরিন জাহান

শিশুরা যেন মাতৃভাষা ভালোভাবে শেখে

বায়ান্নর মহান একুশে ফেব্রুয়ারি আজ বিশ্বস্বীকৃতি পেয়েছে। এ দিনটি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে বিশ্বব্যাপী পালন করা হয়। মহান ভাষা আন্দোলনের ছয় দশক পরও আমাদের দেশে বাংলার শুদ্ধ ব্যবহার হচ্ছে না। বিশেষ করে অফিস-আদালত, শিক্ষাপ্রতিষ্ঠান এমনকি গণমাধ্যমেও। এফএম রেডিওগুলো বাংলা ভাষা ব্যবহারে যথেচ্ছাচার করছে। এর কোনো প্রতিকার নেই। রাষ্ট্রভাষা বাংলার শুদ্ধ ব্যবহারে রাষ্ট্রকেই উদ্যোগ নিতে হবে। বাঙালিরা ভাষার জন্য সংগ্রাম করলেও দেশের সর্বত্র কিন্তু প্রমিত বাংলার ব্যবহার হয় না। আমরা ছোটবেলায় টেলিভিশনে নাটক দেখতাম। প্রতিটি নাটকে শুদ্ধ বাংলা ব্যবহার হতো। এখন বেশ কতগুলো টেলিভিশন চ্যানেলে অনেক অনুষ্ঠান প্রচার হচ্ছে। কিন্তু বিকৃত, অশুদ্ধ বাংলার ব্যবহার যত্রতত্র। আমাদের টেলিভিশন, এফএম রেডিওর অনুষ্ঠান শুনলে মনে হয় অস্বাভাবিক ভাষার অনুষ্ঠান শুনছি। একটি শিক্ষিত পরিবার নিশ্চয় অস্বাভাবিক বাংলা ব্যবহার করে না। ইদানীং ইংরেজি মাধ্যমে পড়া ছেলেমেয়েরা ভালো বাংলা বলতে পারে না। এটাও ঘোরতর সংকট। অথচ পৃথিবীর অন্যান্য দেশ তাদের মাতৃভাষা ব্যবহারে বিশেষ সচেতন। সর্বস্তরে সচেতনতার জন্য নানামুখী উদ্যোগ নিতে হবে। আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের পরিপ্রেক্ষিত সম্পর্কে পৃথিবীর বহু মানুষ কিন্তু কোনো খবর রাখে না। এ ক্ষেত্রে বিভিন্ন বই, ম্যাগাজিন, তথ্যচিত্র প্রকাশ করে প্রচার করা যেতে পারে। আমাদের শ্রেষ্ঠ সাহিত্যগুলো বিদেশি ভাষায় অনুবাদ করতে হবে। পৃথিবীর অন্য ভাষার অনেক নিম্নমানের লেখার অনুবাদ আমরা পড়ি। এ ক্ষেত্রে যারা ভিনভাষী কিন্তু বাংলা ভাষা ও সাহিত্য সম্পর্কে গভীর জ্ঞান রাখেন তাদের দিয়ে অনুবাদ করা যেতে পারে। আমি মনে করি, সর্বজনীন গ্রহণযোগ্য বাংলা ভাষার ব্যবহারে সরকার ও মিডিয়াকে উদ্যোগ নিতে হবে। অন্যদিকে ভাষা ব্যবহারের ক্ষেত্রে পরিবার পর্যায়েও সচেতন থাকতে হবে। শিশুরা যেন মাতৃভাষা ভালোভাবে শেখে সেদিকে বাবা-মাকে বিশেষ যত্ন নিতে হবে। 

 লেখক : কথাশিল্পী

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর