২০ জুলাই, ২০১৭ ২১:৫১

বিশ্বের সবচেয়ে পুরানো ইমোজির সন্ধান!

অনলাইন ডেস্ক

বিশ্বের সবচেয়ে পুরানো ইমোজির সন্ধান!

সংগৃহীত ছবি

তখন কোথায় ছিল না হোয়াটসঅ্যাপ বা ফেইসবুক। ইমোজি বলে যে কোনও শব্দের সাথেও কেউ পরিচিত ছিল না। কিন্তু তাও তুরস্কের কারঘামিজ প্রদেশে পাওয়া গেল একটি স্মাইল ইমোজি। তুরস্ক ও ইতালির একদল পুরাতত্ত্ববিদ খুঁজে বের করেছেন এমনই একটি নিদর্শনকে। তাদের মতে,  এটি বিশ্বের সবচেয়ে পুরনো ইমোজি।

পুরাতত্ত্ববিদরা জানান, যে ঘটের মত দ্রব্যটি উদ্ধার করা হয়েছে, তা শরবত রাখার পাত্র বা ঘড়া। আর সেখানেই আঁকা সেই ইমোজি। যাতে পরিষ্কার দেখা যাচ্ছে একটি হাসি মাখা মুখের ছবি। এই ঘড়া বা পাত্রটি সতেরোশো খ্রীষ্টপূর্বাব্দের তৈরি বলে জানাচ্ছেন পুরাতত্ত্ববিদরা। 

তবে ঠিক কি কারণে এই ইমোজি অত বছর আগে নির্মাণকারীরা এঁকেছিলেন, তা এখনও জানতে পারেননি বিজ্ঞানীরা। এই ইমোজি বিশেষ কোনও চিহ্ন বা প্রতীক কিনা তা জানার চেষ্টা করছেন তাঁরা। তাই আপাতত একে ‘স্মাইলি’ বলেই চিহ্নিত করেছেন পুরাতত্ত্ববিদরা। কারঘামিজ প্রদেশের কবরস্থান থেকে এরকম আরও অনেক পাত্র উদ্ধার করেছেন তাঁরা।

 

বিডি-প্রতিদিন/ ২০ জুলাই, ২০১৭/ আব্দুল্লাহ সিফাত-২১

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর