১৮ মে, ২০১৮ ০৫:০১

কেন হেলে রয়েছে 'পিসার হেলানো মিনার', জানা গেল রহস্য!

অনলাইন ডেস্ক

কেন হেলে রয়েছে 'পিসার হেলানো মিনার', জানা গেল রহস্য!

ফাইল ছবি

ইতালির পিসা শহরের আট আশ্চর্যের অন্যতম সেই হেলানো মিনারটির খ্যাতি কিন্তু তার হেলে থাকার জন্যই। পিসার হেলানো মিনার ১৪ শতকে সম্পূর্ণ হওয়ার থেকে ক্রমে হেলে পড়তে শুরু করে। কিন্তু কোনও আশ্চর্য কারণে তা মাটিতে পড়ে যায়নি।

সম্প্রতি এক আন্তর্জাতিক গবেষক দল এই ১৯০ ফুট উঁচু মিনারের রহস্যভেদে এগিয়ে আসে। মিনারের জমি, তার গঠন ইত্যাদি খুঁটিয়ে পরীক্ষা করে এই দল জানায়, ঠিক কি কারণে তা মাটিতে পতিত হয়নি। 

ব্রিস্টল বিশ্ববিদ্যালয়ের এক গবেষণা জার্নালে প্রকাশিত প্রতিবেদনে তারা জানিয়েছেন, মিনারের গঠন, তার কাঠিন্য এবং তার জমির চরিত্র, এই তিনে মিলেই এই আশ্চর্যকে সম্ভব করে তুলেছে। তুলনামূলকভাবে এই মিনারের ভিতের মাটি নরম। তা বিভিন্ন ভূকম্পে স্থিতিস্থাপকতা তৈরি করে রক্ষা করেছে এই মিনারকে। সেই সঙ্গে মিনারের নিজস্ব গঠন ও কাঠিন্যও কাজ করেছে। 

মাটির কারণে এই মিনার হেলে রয়েছে এবং মাটির কারণেই তা মাটিতে পড়ে যায়নি, জানিয়েছেন গবেষক দলের সদস্য জর্জ মাইলোনাকিস। 


বিডি প্রতিদিন/আব্দুল্লাহ সিফাত তাফসীর

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর