শনিবার, ১৭ অক্টোবর, ২০১৫ ০০:০০ টা

শেখ জামাল-শেখ রাসেলকে আমন্ত্রণ না জানানোয় ক্ষুব্ধ কাদের

ক্রীড়া প্রতিবেদক

শেখ জামাল-শেখ রাসেলকে আমন্ত্রণ না জানানোয় ক্ষুব্ধ কাদের

বাফুফের আয়োজনে ১৯৯২ সালে দেশে প্রথমবারের মতো আন্তর্জাতিক ক্লাবকাপ ফুটবল অনুষ্ঠিত হয়েছিল। টুর্নামেন্টের নাম ছিল বিটিসি কাপ। এরপর ক্লাব পর্যায়ে আর কোনো আন্তর্জাতিক টুর্নামেন্ট হয়নি। সাফের সভাপতি হওয়ার পর কাজী সালাউদ্দিন প্রতিশ্রুতি দিয়েছিলেন ঢাকায় সাফ অঞ্চলের ক্লাবগুলোকে নিয়ে প্রতি বছর আন্তর্জাতিক টুর্নামেন্ট হবে। ব্যাস, এ প্রতিশ্রুতি পর্যন্ত। বাস্তবে তা আলোর মুখ দেখেনি। প্রায় ২৩ বছর পর দেশে আন্তর্জাতিক ক্লাবকাপ ফুটবল অনুষ্ঠিত হতে যাচ্ছে। ঢাকা আবাহনী ক্রীড়া চক্রের প্রতিষ্ঠাতা প্রখ্যাত ক্রীড়া সংগঠক শহীদ শেখ কামালের নামকরণে এ টুর্নামেন্ট আয়োজন করছে চট্টগ্রাম আবাহনী। সবকিছু ঠিকঠাক থাকলে ২০ অক্টোবর দেশের তিন ও বিদেশের পাঁচটি ক্লাবকে নিয়ে এমএ আজিজ স্টেডিয়ামে শেখ কামাল টুর্নামেন্টের পর্দা উঠবে। বিস্ময়ের ব্যাপার হচ্ছে, অনেক দিন পর দেশে আন্তর্জাতিক ক্লাবকাপের আয়োজন হলেও দেশের শীর্ষ দুই দল শেখ জামাল ধানমন্ডি ও শেখ রাসেল ক্রীড়া চক্র অংশ নিচ্ছে না।

পেশাদার লিগে চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের পরিবর্তে খেলবে তৃতীয় ও চতুর্থ স্থানে থাকা ঢাকা মোহামেডান আর আবাহনী। আয়োজকরা জানিয়েছিলেন, শেখ রাসেলকে আমন্ত্রণ না জানালেও শেখ জামালকে জানানো হয়েছে। রানার্সআপ শেখ রাসেলকে আমন্ত্রণ না জানানোয় ক্রীড়াঙ্গনে ক্ষোভের সৃষ্টি হয়। গতকাল শেখ জামালের সভাপতি মনজুর কাদের বলেন, শেখ কামালের নামে টুর্নামেন্টÑ সুতরাং শেখ জামালের না খেলার প্রশ্নই ওঠে না। কিন্তু কীভাবে খেলবে, চট্টগ্রাম আবাহনী তো আমাদের আমন্ত্রণই জানায়নি। কোনো কর্মকর্তা এ নিয়ে আমার সঙ্গে যোগাযোগও করেনি। সুতরাং শেখ জামাল তো আর নিজে থেকে টুর্নামেন্টে অংশ নিতে পারে না! শেখ জামাল নাকি বেশি অর্থ ডিমান্ড করেছিল? এ প্রসঙ্গে কাদের বলেন, আন্তর্জাতিক টুর্নামেন্টে অর্থের ব্যাপারটি উঠবেই। কিন্তু ওরা তো আমাদের আমন্ত্রণই জানায়নি। জানি না আমাদের ক্লাবের সুনাম ক্ষুণœ করার জন্য এ পথ বেছে নেওয়া হয়েছে কিনা? শেখ রাসেল প্রসঙ্গে বলেন, দেখেন টুর্নামেন্টে কারা খেলছে এ নিয়ে আমার মাথাব্যথা নেই। এটা চট্টগ্রাম আবাহনীর নিজস্ব ব্যাপার। কিন্তু ব্যক্তিগতভাবে মনে করি শেখ জামাল ও শেখ রাসেলকে অবশ্যই আমন্ত্রণ জানানো উচিত ছিল। টুর্নামেন্টে পেশাদার লিগে চ্যাম্পিয়ন ও রানার্সআপ দল নেই। এটা আমার কাছে অবাক লাগছে। কেন যে দুই দলকে আমন্ত্রণ জানানো হয়নি সেটা আয়োজকরাই ভালো বলতে পারবেন। শেখ জামালের খেলোয়াড়রা কি শেখ কামাল টুর্নামেন্টে অন্য দলে খেলতে পারবেন? কাদের বেশ ক্ষোভের সঙ্গে বলেন, প্রশ্নই ওঠে না। যারা আমাদের মূল্যায়ন করেনি, সেই টুর্নামেন্টে শেখ জামালের খেলোয়াড়রা খেলতে নামবে কোন যুক্তিতে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর