শনিবার, ১৭ অক্টোবর, ২০১৫ ০০:০০ টা

পিছিয়ে গেলেন সিদ্দিকুর

ক্রীড়া ডেস্ক

ম্যাকাও ওপেনে বাংলাদেশের সেরা গলফার সিদ্দিকুর রহমানের শুরুটা হয়েছিল স্বপ্নের মতো। প্রথম রাউন্ডে ছিলেন দ্বিতীয়। কিন্তু দ্বিতীয় রাউন্ডেই খেই হারিয়ে ফেলেন তিনি। পারের চেয়ে তিন শট বেশি খেলে হয়েছেন ৩০তম।

প্রথম রাউন্ডে পারের চেয়ে মোট ছয় শট কম খেলেছিলেন সিদ্দিকুর রহমান। ১৮ হোলের খেলায় কোনো বগি ছিল না। পেয়েছিলেন ছয়টি বার্ডি। মজার ব্যাপার হচ্ছে, প্রথম রাউন্ডে প্রথম তিন হোলেই পেয়েছিলেন বার্ডি। দ্বিতীয় রাউন্ডেও শুরুটা ভালো ছিল সিদ্দিকুরের। গতকাল প্রথম দুই হোলে পার করেন। তৃতীয় হোলেই পেয়ে যান বার্ডি। ৫ নম্বর হোলে পেয়ে যান। কিন্তু দুপুরের পর আর সুবিধা করতে পারেননি সিদ্দিকুর। ১০, ১২, ১৩ ও ১৮ নম্বর হোলে বগি পেয়ে পিছিয়ে পড়েছেন তিনি। ৭১ পারের খেলায় গতকাল সিদ্দিকুর খেলেছেন ৭৪ শট। দুই রাউন্ড মিলে পারের চেয়ে ৩ শট কম খেলে এখন যৌথভাবে ৩০তম স্থানে। লিডার বোর্ডের শীর্ষে রয়েছেন চাইনিজ তাইপের হাং চেন ইয়া। তিনি দুই রাউন্ড মিলে পারের চেয়ে ১০ শট কম খেলেছেন। অথচ প্রথম রাউন্ডের পর তিনি ছিলেন ১৪তম স্থানে। ভারতের দুই তারকা গলফার অনির্বাণ লাহিড়ী ও চিরাগ কুমার পারের চেয়ে ৯ শট কম খেলে রয়েছেন দ্বিতীয় স্থানে। দ্বিতীয় স্থানে রয়েছেন দক্ষিণ কোরিয়ার জেংহাং ওয়াং ও ব্রাজিলের অ্যাডিলসন দ্য সিলভাও।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর