মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০১৫ ০০:০০ টা

‘এ’ দলের সংগ্রহ ৭ উইকেটে ২৭২

ক্রীড়া প্রতিবেদক

মাঠে নামার আগে প্রতিপক্ষ সম্পর্কে কোনো ধারণাই ছিল না বাংলাদেশ ‘এ’ দলের। মাঠে নেমে ধারণা পায় প্রতিপক্ষ দলের শক্তি। তবে খুব যে দুর্বল দল, তা কিন্তু নয়। দক্ষিণ আফ্রিকা সফরে কাল প্রথম ওয়ানডে খেলতে নামেন শুভাগত হোম, সৌম্য সরকাররা। খেলতে নেমে প্রতিপক্ষ আইরিন ভিলেজার্স ক্লাবের বিপক্ষে প্রথমে ব্যাট করে ৫০ ওভারে ৭ উইকেটে ২৭২ রান করে ‘এ’ দল। সর্বোচ্চ ৬৮ রান করেন ওপেনার রনি তালুকদার। প্রিটোরিয়ার স্থানীয় ক্লাব আইরিন ভিলেজার্স। দলটির বিপক্ষে সফরের প্রথম ম্যাচে কাল হেরে যায় টস। এরপর ব্যাট করতে নেমে দুই ওপেনার সৌম্য সরকার ও রনি তালুকতার ৪.৪ ওভারে ৩৩ রান যোগ করেন। সৌম্য ৮ রানে সাজঘরে ফিরেন। রনি ৬৪ বলে খেলেন ৬৮ রানের মারকাটারি ইনিংস। যাতে ছিল ১১টি চার। উইকেটরক্ষক ব্যাটসম্যান লিটন দাস খেলেন ৩৯ রানের ইনিংস। রনি ও লিটনের ৬৬ রানের জুটিই দলকে শক্ত ভিত দেয়। তবে দুই অভিজ্ঞ সাব্বির রহমান (০) ও অধিনায়ক শুভাগত (৯) রান করে ফিরলে চাপে পড়ে যায়। সেখান থেকে শেষ দিকে মিথুন (৩৩), মাহামুদুল হাসান লিমন (৪৩*) ও সাদমান (৩৮*) প্রত্যয়ী ব্যাটিং করলে বাংলাদেশের ৭ উইকেটে ২৭২ রানের লড়াকু স্কোর গড়ে। তরুণ ক্রিকেটার মোসাদ্দেক হোসেন সৈকত করেন ১৬ রান।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর