মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০১৫ ০০:০০ টা

হকিতে সমাধান!

ক্রীড়া প্রতিবেদক

অনেক দিন ধরেই হকির পরিস্থিতি জটিল হয়ে আছে। হকির বর্তমান কমিটির সঙ্গে মানিয়ে নিতে না পেরে অনেকগুলো ক্লাব বর্জন করেছে হকি লিগ। এতে ক্ষতিগ্রস্ত হচ্ছে দেশের হকি। অনুশীলন ঠিকমতো হচ্ছে না জাতীয় দলের। দল-বদল হচ্ছে না খেলোয়াড়দের। অবশ্য আগামী শুক্রবার গভর্নিং বডির সভাতে বর্তমান সমস্যার সমাধান হবে ফেডারেশন সূত্র জানিয়েছে। হকি ফেডারেশনের সভাপতি বিমান বাহিনীর প্রধান এয়ার ভাইস মার্শাল আবু এসরারের সভাপতিত্বে অনুষ্ঠেয় ওই সভাতে সাধারণ সম্পাদক পদ থেকে সরিয়ে দেওয়া হতে পারে খাজা রহমতউল্লাহকে। যদিও রহমতউল্লাহ এ বিষয়ে কোনো মন্তব্য করেননি। শুধু জানিয়েছেন, শুক্রবারই সব সমস্যার সমাধান হয়ে যাবে। খেলোয়াড়রা জাতীয় দলের ক্যাম্পে যোগ দেবেন। দলবদল সমস্যার সমাধানও হবে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর