বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০১৫ ০০:০০ টা

লটারিতে আইকন ক্রিকেটাররাও

ক্রীড়া প্রতিবেদক

বিপিএলের তৃতীয় আসরকে জমজমাট ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ করতে ব্যাপক পরিকল্পনা নিয়েছে বিসিবি। বলিউড নায়ক-নায়িকাদের উপস্থিত করে আয়োজন করবে উদ্বোধনী অনুষ্ঠান। বিতর্কের ঊর্ধ্বে থাকতে এরই মধ্যে দেশি ও বিদেশি ক্রিকেটারদের পারিশ্রমিক নিশ্চিত করেছে। দেশি ক্রিকেটারদের ‘আইকন’সহ পাঁচ ক্যাটাগরী এবং বিদেশি ক্রিকেটারদের ভাগ করা হয়েছে চার ক্যাটাগরিতে। আজ ক্রিকেটারদের লটারি ‘প্লেয়ার বাই চয়েজ’। সেখানে লটারি হবে আইকন ক্রিকেটারদের। তবে সবার সামনে নয়, আড়ালে ছয় দলের মধ্যে। আইকন ক্রিকেটারদের লটারি সম্পূর্ণ হওয়ার পর ‘প্লেয়ার  বাই চয়েজ’ পদ্ধতি শুরু হবে। বিপিএলের এবারের আসরের ছয় ‘আইকন’ ক্রিকেটার মাশরাফি বিন মর্তুজা, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, তামিম ইকবাল, মাহমুদুল্লাহ রিয়াদ ও নাসির হোসেন। এদের দল ঠিক করা হবে ‘প্লেয়ার বাই চয়েজ’ পদ্ধতির আগে। সেখানে ছয় দলের কর্মকর্তারা লটারি করে বেছে নিবেন আইকন ক্রিকেটারদের। এরপর আইকন ক্রিকেটাররা তাদের দলের পক্ষে লটারিতে অংশ নিয়ে দল সাজাবেন। আইকন ক্রিকেটারদের পারিশ্রমিক ধরা হয়েছে সর্বোচ্চ ৩৫ লাখ টাকা। কাল সকালে আইকন ক্রিকেটারদের লটারি হলেও গুঞ্জন দলগুলো নিজেদের মধ্যে সমঝোতা করে আগে থেকেই সবকিছু ঠিক করে নিয়েছে। শুধু লোক দেখানো ঘোষণা করা হবে।   

সর্বশেষ খবর