শুক্রবার, ৩০ অক্টোবর, ২০১৫ ০০:০০ টা

খেলার জন্য মুখিয়ে তাসকিন

ক্রীড়া প্রতিবেদক

খেলার জন্য মুখিয়ে তাসকিন

জিম্বাবুয়ের বিরুদ্ধে সিরিজের জন্য একদিন আগেই ১৮ সদস্যের প্রাথমিক দল ঘোষণা করেছে বিসিবি। গতকাল তাদের রিপোর্ট করার কথা ছিল। কিন্তু রিপোর্ট করেছে মাত্র ১১ জন। অবশ্য প্রাথমিক দলে থাকা ১৮ ক্রিকেটারের মধ্যে কেবল ১১ জনই দেশে রয়েছেন। সাকিব আল হাসান রয়েছেন আমেরিকায়। বাকি ছয় ক্রিকেটার এখনো দক্ষিণ আফ্রিকায়। ‘এ’ দলের হয়ে খেলতে গেছেন।

১১ ক্রিকেটারকে নিয়েই প্রথম দিন অনুশীলন করান কোচ চন্ডিকা হাতুরাসিংহে। অনুশীলনে স্বাচ্ছন্দ্যই বোধ করেছেন বাংলাদেশ দলের গতি তারকা তাসকিন আহমেদ। প্রাথমিক দলে থাকলেও চূড়ান্ত দলে তাসকিনের জায়গা হবে কিনা তা নির্ভর করছে তার ফিটনেসের ওপর। কিন্তু গতকাল তাসকিন জানালেন, তিনি এখন শতভাগ সুস্থ। বোলিং করতেও কোনো সমস্যা হচ্ছে না। তাসকিন বলেন, ‘এখন পর্যন্ত কোনো সমস্যা অনুভব করছি না। গত কয়েক দিনও বোলিং করেছি। কোনো সমস্যা হয়নি। অনেক ভালো আছি। আশা করছি সামনেও কোনো সমস্যা হবে না।’

সাইড স্ট্রেইনের জন্য দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সিরিজে খেলতে পারেননি তাসকিন। তারপর সুস্থ হয়ে বাংলাদেশ ‘এ’ দলের সঙ্গে ভারত সফরে গিয়েছিলেন। সেখানে গিয়ে আবারও একই ইনজুরিতে পড়েন এই পেসার। এ সম্পর্কে তাসকিন বলেন, ‘আগেরবার আমি একটু বেশি তাড়াহুড়া করেছিলাম। তাই একই সমস্যা আবার হয়েছে। এখন আর সেই সমস্যা নেই।’

চলতি মাসে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দুই টেস্টে অভিষেক হওয়ার কথা ছিল বাংলাদেশের। কিন্তু নিরাপত্তার অজুহাতে অস্ট্রেলিয়া আসেনি। আর ওই সিরিজে খেলার জন্যই নিজেকে প্রমাণ করতে ‘এ’ দলের সঙ্গে ভারত গিয়েছিলেন তাসকিন। টেস্ট অভিষেক সম্পর্কে তিনি বলেন, ‘ক্রিকেটার মাত্রই স্বপ্ন থাকে টেস্ট খেলা। আমারও স্বপ্ন আছে। তবে আমি সব ফরমেটেই ভালো করতে চাই। সে জন্য আমি অনেক বেশি পরিশ্রম করছি। যাতে ফিটনেস ধরে রেখে ভালো ক্রিকেট খেলতে পারি। ট্রেনাররাও নতুন নতুন কৌশল শেখাচ্ছেন। যাতে স্কিলও ভালো হয়।’

আগামী মাসে ওয়ানডে ও টি-২০ সিরিজ খেলতে বাংলাদেশ সফরে আসছে জিম্বাবুয়ে। এই সিরিজে নিজের লক্ষ্য সম্পর্কে তাসকিন বলেন, ‘আমার কাছে আন্তর্জাতিক প্রতিটি সিরিজই অনেক বড় কিছু। সেটা অস্ট্রেলিয়ার বিরুদ্ধে হোক কিংবা জিম্বাবুয়ের বিরুদ্ধে। আমার লক্ষ্য একটাই যাতে ভালো কিছু করতে পারি।’

বর্তমানে বাংলাদেশ দলে পেসে মূল ভরসা তরুণ তারকা কাটার মাস্টার মুস্তাফিজুর রহমান। অভিষেক থেকেই আলো ছড়িয়েছেন এই সাতক্ষীরার সুপারম্যান খ্যাত পেসার। তাসকিনের বিশ্বাস মুস্তাফিজের সঙ্গে জুটি করতে পারলে অনেক ভালো করা সম্ভব। এ সম্পর্কে তিনি বলেন, ‘বাংলাদেশ দলে বর্তমানে সবচেয়ে তরুণ আমি ও মুস্তাফিজ। ওর সঙ্গে জুটি করে বল করতে পারলে ভালোই লাগবে। আমরা যাতে ভবিষ্যতে অনেক ভালো করতে পারি।’

 

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর