রবিবার, ১ নভেম্বর, ২০১৫ ০০:০০ টা

তবু মরিনহোর পক্ষেই আব্রামোভিচ

ক্রীড়া ডেস্ক

ইংলিশ লিগের বর্তমান চ্যাম্পিয়ন চেলসি মৌসুমের ১০ ম্যাচ খেলে ১১ পয়েন্ট সংগ্রহ করে পয়েন্ট তালিকার ১৫ নম্বরে অবস্থান করছে। কাল লিভারপুলের কাছে ১-৩ গোলে হেরে আরও পিছিয়ে পড়েছে চেলসি। প্রিমিয়ার লিগে গত ১১ ম্যাচে চেলসির জয় মাত্র ৩টি। ব্লুজদের এই দূরবস্থায় হোসে মরিনহোর বিদায় ঘণ্টা বেজে গেছে। তবে এখনো কিছুটা সময় পাচ্ছেন তিনি। অবশ্য ক্লাবের অন্যান্য কর্তারা মরিনহোকে দলে না চাইলেও ক্লাবের মালিক রোমান আব্রামোভিচ এখনো বন্ধু মরিনহোর পক্ষেই। আব্রামোভিচের চাপে পরেই ক্লাব বলতে বাধ্য হচ্ছে, হোসে মরিনহো প্রতি আস্থা রাখছে তারা। চেলসির বর্তমান দূর্যোগ কাটিয়ে উঠার সব ধরনের সহযোগিতা দেবে ক্লাব কর্তারা। মরিনহো অবশ্য এখনো বলে চলেছেন, বর্তমান অবস্থান থেকে বেরিয়ে আসা সম্ভব। কিন্তু গত পরাজয়গুলোর জন্য তিনি নির্দিষ্ট কোনো কারণ দেখাতে পারেননি। চেলসির মতো এই দুরবস্থা অতীতে কেবল একবারই দেখেছিল ইংলিশ প্রিমিয়ার লিগ।

সর্বশেষ খবর