মঙ্গলবার, ৩ নভেম্বর, ২০১৫ ০০:০০ টা

ভেঙে পড়েছে লাকসাম স্টেডিয়াম!

মহিউদ্দিন মোল্লা, কুমিল্লা

ভেঙে পড়েছে লাকসাম স্টেডিয়াম!

পুকুরে ভেঙে পড়ছে কুমিল্লার লাকসাম স্টেডিয়াম। দীর্ঘ সংস্কার না থাকায় ব্যবহারের অনুপযোগী হয়ে পড়েছে এর অফিসকক্ষ ও খেলোয়াড়দের ড্রেসিংরুম। উঁচু-নিচু হওয়ায় মাঠে পানি জমে থাকে।

সরেজমিনে লাকসাম স্টেডিয়ামে দেখা গেছে, মাঠের দক্ষিণ পাশের বাউন্ডারি দেয়াল অনেক আগেই ভেঙে গেছে। এখন মাঠ ভেঙে ভেঙে পুকুরে পড়ছে। অফিসকক্ষ ও খেলোয়াড়দের ড্রেসিংরুম পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে।

স্থানীয় ক্রীড়া সংগঠকদের সূত্রমতে, ষাটের দশকের প্রথম দিকে পূর্ব বাংলার গভর্নর আজম খান কুমিল্লার লাকসাম উপজেলার দৌলতগঞ্জ রেল স্টেশন এলাকায় আসেন। এ সময় স্থানীয় রাজনীতিবিদ ও ক্রীড়া সংগঠকরা তার কাছে একটি স্টেডিয়াম দাবি করেন। তিনি তখন বলেছিলেন, ‘আপনারা কল কারখানা না চেয়ে একটি খেলার মাঠ চেয়েছেন। এ ছোট্ট দাবি পূরণ করা হবে।’ সে সময় তিনি ৩২ হাজার টাকা দিয়ে লাকসাম রেলওয়ে জংশনের দক্ষিণ দিকে স্টেডিয়ামের জন্য জমি কিনে দেন। এ মাঠ থেকে অনেক খেলোয়াড় তৈরি হয়েছেন। তাদের একজন জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক বিপ্লব ভট্টাচার্য। তিনি বলেন, ‘আমরা লাকসাম স্টেডিয়াম থেকে উঠে এসেছি। আশির দশকের প্রথম দিকে ঢাকা-চট্টগ্রামের পর লাকসামে জমজমাট ফুটবল লিগ হতো। টিকিট কেটে হাজার হাজার দর্শক খেলা দেখত। জেলায় কুমিল্লা স্টেডিয়ামের পর বড় লাকসাম স্টেডিয়াম। এটি সংস্কার করে খেলাধুলায় পৃষ্ঠপোষকতা করা হলে আবার এ এলাকার ক্রীড়াঙ্গনে প্রাণচাঞ্চল্য ফিরে আসবে।’

লাকসাম উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক তবারক উল্যাহ কায়েস বলেন, ‘এখানে কিছু সমস্যা রয়েছে। স্থানীয় এমপি সাহেব সমস্যাগুলো দ্রুত সংস্কারের ব্যবস্থা করবেন বলে জানিয়েছেন।’ তিনি বলেন, ‘স্থানীয় বিত্তবানরা এগিয়ে এলে লাকসামের ক্রীড়াঙ্গনে আরও গতি আসবে।’

সর্বশেষ খবর